স্টাফ রিপোর্টার::
বরিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে আড়িঁয়াল খাঁ নদীতে অভিযান চালিয়ে আবৈধভাবে নদীতে জাল ফেলায় ৬ জনকে আটক করেন নৌ-থানা পুলিশ।আটককৃতরা হলেন, সাহেস্তাবাদ ইউনিয়নের বাসিন্দা মালেক সরদার (৫৫), আনোয়ার হোসেন(২৭), বেলাল মৃধা(৩৫), নসির (২০), ইমদাদুল হক(২৮), শাকিল(২০)।
বরিশাল সদন নৌ-থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, প্রায় অর্ধশত জেলে মিলে নদীতে জাল ফেলে। খবর পেয়ে অভিযান চালালে আনুমানিক ১৫শ মিটার অবৈধ কারেন্ট জালসহ ৬জনকে আটক করা হয়েছে।
ওসি আরো জানান, আটককৃতদের মৎস্য সংক্ষরন আইনের অপরাধ ১৯৫০ এর ৪ ধারায় ও ৫ ধারায় শাস্তি অনুযায়ী কাউনিয়া থানায় মামলা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস,
আটককৃত কারেন্ট ১৫শ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে নৌ থানা পুলিশ। এ অভিযান চলমান থাকবে।