আজ ১৩ ই অক্টোবর বরিশাল বাণী’র বার্তা সম্পাদক এম সাইফুল ইসলামের শুভ জন্মদিন। আজকের এইদিনে বাকেরগঞ্জ উপজেলার কালিগঞ্জ গ্রামে জন্ম গ্রহন করেন। জন্মের পরপরেই বাবা মায়ের সাথে চলে আসেন বরিশাল শহরে । চাঁদমারী এলাকায় নিজস্ব বাড়িতে বসবাস শুরু করেন। হাটি হাটি পা পা করে বড় হতে থাকেন। চার জনের সংসারে তিনিই বড়। ছোট এক বোন আর বাবা মাকে নিয়ে তার সংসার।
বরিশাল ইসলামিয়া কলেজ থেকে ইন্টার, সরকারী সৈয়দ হাতেম আলী কলেজ থেকে বিএ পাশ করে বর্তবমানে সে সরকারী বরিশাল কলেজে মাস্টার্স শেষ বর্ষ অধ্যায়নরত।
উচ্চমাধ্যমিক থাকা অবস্থায় বরিশাল বাণীর সম্পাদক ও প্রকাশক মামুন অর রশিদ এর হাতে ধরেই শুরু হয় তার লেখালেখি। ২০১১ সালে বরিশালের বহুল প্রচারিত সাপ্তাহিক পত্রিকা বরিশাল সময় (বর্তমানে দৈনিক প্রত্রিকা) থেকে তার কর্মজীবন শুরু। এর পর থেকে বরিশালের বিভিন্ন আঞ্চলিক পত্রিকায় কাজ করেন। সাংবাদিকতার পাশাপাশি চলে তার শিক্ষা জীবনও। তিনি বর্তমানে দৈনিক দক্ষিণাঞ্চল’র স্টাফ রিপোর্টার, নিউজ পোর্টাল বরিশাল বাণী’র বার্তা সম্পাদক , বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়ন’র প্রচার সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার সদস্য হিসেবে কর্মরত আছে।
ফর্মাল নিউজ 24.কম পরিবারের পক্ষ থেকে রইলো অফুরন্ত ভালবাসা ও শু
ভেচ্ছা।