নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: সুনামগঞ্জে একটি আবাসিক হোটেল থেকে দেবর ও ভাবীকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত দেবরের নাম মানিক মিয়া ( ২২) ও তার বড় ভাইয়ের স্ত্রীর (ভাবি) নাম মাহিমা বেগম (২০) । গতকাল শনিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় তাদেরকে ৫৪ ধারায় গ্রেফতার করা হয়।
এব্যাপারে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জেলার দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের চেঙ্গাইয়া গ্রামের মৃত সাজিদ আলীর ছেলে মানিক মিয়া তার বড় ভাইয়ের স্ত্রী মাহিমা বেগমকে নিয়ে শনিবার বিকেলে উপজেলা সদরের উৎস হোটেল নামের একটি আবাসিক হোটেলে যায়। সেখানে দুজন স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে রাতে অবস্থান করার জন্য হোটেলের ২য় তলায় একটি রুম ভাড়া নেয়। কিন্তু তাদের আচার-আচরণ দেখে হোটেলের কর্মচারীদের সন্দেহ হয়। পরে ঘটনা থানায় জানানো হলে সন্ধ্যায় পুলিশ এসে দেবর ভাবীকে আটক করে।
এসময় তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে দুজনের অবৈধ সম্পর্কের ঘটনা বের হয়ে আসে। পরে ৫৪ ধারায় দেবর-ভাবীকে গ্রেপ্তার দেখিয়ে রাতেই সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়। তবে এঘটনাটি তাৎক্ষনিক ভাবে জানাজানি হওয়ার পর পুরো উপজেলা জুড়ে ব্যাপাক আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজির আলম এঘটনার সত্যতা নিশ্চত করে সাংবাদিকদের জানান, অবৈধভাবে অসামাজিক কাজ করার জন্য আবাসিক হোটেলে আসা দেবর ও ভাবীকে শনিবার সন্ধ্যায় ৫৪ ধারায় গ্রেপ্তার করে রাতেই জেলহাজতে পাঠানো হয়েছে।