নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: অবিলম্বে দেশের সকল স্কুল, কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বৃহষ্পতিবার গাজীপুরের ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল কাইয়ুম সরকার হাইকোর্টের সংশ্লিস্ট শাখায় এ রিট আবেদন দাখিল করেছেন। রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী সাংবাদিকদের এ তথ জানান। তিনি বলেন, রিট আবেদনে শিক্ষা সচিব, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানসহ সংশ্লিস্ট ছয়জনকে বিবাদী করা হয়েছে। হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে।
করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে সরকারি সিদ্ধান্তে গতবছর ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দফায় দফায় নোটিশ দিয়ে বন্ধের মেয়াদ বাড়িয়েছে সরকার। সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মেয়াদ ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এদিকে গত ১১ জানুয়ারি সংশ্লিস্টদের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়।