নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা মো: আবদুল মান্নান মুজাহিদ (৫৬) নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলেসহ চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার দেউলী ইউনিয়নের লেমুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মির্জাগঞ্জ থানা পুলিশ কেতাব আলী ও তার ছেলে লিটন হাওলাদারকে আটক করেছে।
আহতরা হলেন নিহতের চাচাতো ভাই মো: আজাহার হাওলাদার (৬৫), মো: শাকির হাওলাদার (৩৫), সাইদুর রহমান (২৮) এবং মো: হানিফ। আহতদের বরিশাল মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মির্জাগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের লেমুয়া গ্রামের মো: কেতাব আলী গংদের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ জমি শুক্রবার (আগামী কাল) মাপের কথা ছিল। বৃহস্পতিবার সকালে উপজেলা জামায়াতের ইসলামী আমির ও পশ্চিম সুবিদখালী সালেহিয়া আলিম মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মো: আবদুল মান্নান মুজাহিদ স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে জমিজমা নিয়ে কথা বলছিলেন ও বাড়ির পাশে মাটি কাটছিলেন। এ সময়ে পূর্বপরিকল্পিতভাবে কেতাব আলী ও তার ছেলে লিটনসহ অন্য ছেলেরা মুজাহিদির ওপর হামলা করেন। অন্যরা তাকে বাঁচাতে এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে গুরুতর জখম করেন।
পরে তাদেরকে উদ্ধার করে সকাল ১০টায় মির্জাগঞ্জ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মাওলানা মুজাহিদকে মৃত ঘোষণা করেন।
মির্জাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শওকত আনোয়ার ইসলাম বলেন, এ ঘটনায় কেতাব আলীসহ দু’জনকে আটক করা হয়েছে। নিহতের ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।’