নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: পটুয়াখালীর বাউফলে যমুনার তেলবাহী ট্রাক ও টমটমের মুখোমুখি সংঘর্ষে আবদুল লতিফ (৩০) নামের এক টমটম চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। রবিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে বাউফলের বগা বন্দরের বালিকা বিদ্যালয়ের সামনে এ দুঘটনা ঘটে।
মৃত আব্দুল লতিফ বাউফল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আজাহার আলী মৃধার ছেলে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে।