নিজস্ব প্রতিবেদক :: ঝালকাঠি পৌরসভার চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট আজাদ রহমানকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যারাতে স্থানীয় হরিসভার মোড় এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদ রহমানের ওপর হামলা চালায় প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী যুবলীগ কামাল শরীফের ক্যাডার বাহিনী। একপর্যায়ে সন্ত্রাসীরা আ’লীগ নেতাকে রাস্তায় ফেলে এলোপাতাড়ি কোপাতে থাকে। প্রত্যক্ষদর্শীরা জানায়- কাউন্সিলর প্রার্থী আজাদ রহমান একটা সময়ে মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা মৃত ভেবে ফেলে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়- কাউন্সিলর প্রার্থী আজাদ রহমান রাত ৯টার দিকে বাসার কাছাকাছি হরিসভা মোড়ে কয়েকজন কর্মীকে নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এসময় অনেকটা আকস্মিক প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী যুবলীগ নেতা কামাল শরীফের ক্যাডার বাহিনী উপস্থিত হয়ে তাকে চারদিক থেকে ঘিরে ধরে। এবং একপর্যায়ে তারা কিছু না বলে কোপাতে শুরু করে। এ সময় তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা মৃত ভেবে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝালকাঠি হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নিয়ে আসা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। এসময় কাউন্সিলর প্রার্থীর বয়ান সংগ্রহ করে।
এদিকে এই হামলার সাথে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী যুবলীগ নেতা কামাল শরীফের কোনো যোগসূত্র নেই বলে নিজেই দাবি করে বলছেন, আজাদ রহমানকে যখন কোপানো হয়েছে তখন তিনি কাপড়িয়াপট্টিতে প্রচারণায় ব্যস্ত ছিলেন। তাছাড়া ঘটনার কিছুটা সময় আগে আজাদ রহমানের সাথে আকস্মিক দেখা হলে কুশল বিনিময়ও করেন। কিন্তু কেন এমন অভিযোগ আনা হচ্ছে তা বলা অসম্ভব।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ঝালকাঠি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, এই হামলার ঘটনার জড়িতদের গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ শুরু করেছে। একই সাথে একটি মামলা গ্রহণ প্রস্তুতি চলছে।’