নিজস্ব প্রতিবেদক:: কোভিড-১৯ প্রার্দুভাব বৃদ্ধি পাওয়ায় সারাদেশে মতো কুয়াকাটা পর্যটন কেন্দ্র পুনরায় ও বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় পটুয়াখালী জেলা প্রশাসন, জেলা পুলিশ ও কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে মাইকিংসহ পর্যটন ব্যবসায়ীদের নিয়ে সভা করে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ৮টায় জরুরি সভায় আবাসিক হোটেল-মোটেল, রিসোর্টসহ পর্যটকদের গমণাগমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ নিষেধাজ্ঞা ১ এপ্রিল ২০২১ থেকে কার্যকরের ঘোষণা দিয়ে বলা হয়েছে, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে।
এ প্রসঙ্গে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন’র ইনচার্জ সিনিয়র সহকারী পুলিশ সুপার সোহরাব হোসেন ঢাকা পোস্টকে বলেন, সারা দেশের মতো ১ এপ্রিল হতে আগামী ১৫ দিনের জন্য পর্যটন কেন্দ্র কুয়াকাটার সকল আবাসিক হোটেল-মোটেল ও রিসোর্টগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।