বিনোদন জগতের এক স্টাগ্রলিং অভিনয় শীল্পির নাম ফয়সাল বাপ্পী, অভিনয়ে কোন প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট না থাকলেও নিজের অদম্য ইচ্ছে শক্তির কারনে ইতিমধ্যেই কাজ করেছেন বেশ কিছু টেলিভিশন নাটকে,এছারাও তার অভিনীত বেশ কয়েকটি মিউজিক ভিডিও ও শর্টফিল্ম রয়েছে,যেগুলো ইতিমধ্যেই তাকে নিয়ে বেশ আলোচনার জম্ন দিয়েছে।
এ প্রসঙ্গে তার সাথে কথা বলে জানা যায়, ছোট বেলা থেকেই অভিনয়ের প্রতি তার দুর্বলতা ছিলো প্রচন্ড,তবে কখনো নায়ক হতে চাইনি,চেয়েছি অভিনয় শিল্পী হতে,এরপরে যখন ঢাকায় আসলেন,তখন তার সেই ছোট বেলার স্বপ্নটা তাকে জাপটে ধরলো,সিধান্ত নিলেন অভিনয় করবেন,নানা রকম প্রতিকুলতার মুখোমুখি হয়ে শেষ পর্যন্ত সেই স্বপ্নের সুযোগ তার হাতে এসে ধরা দিলো,
২০১৮ সালের শেষের দিকে,প্রথমবারের মত একটি টেলিফিল্মে ছোট একটি চরিত্রে জনপ্রিয় অভিনেতা তৌকির আহমেদের বিপরীতে অভীনয়ের সুযোগ পান,নাটকটি চ্যানেল আইয়ে প্রচারিত হয়েছিল,এরপর মনের জোর আরো বেরে যায়,একের পর এক কাজ করে মাত্র তিন বছরেই
এখন বেশ পরিচিত এই অভিনেতা, শুরুতে ছোট ছোট চরিত্রে কাজ করলেও এখন বেশ লম্বা চরিত্রে অভিনয় করতে দেখা যায় এই অভিনয় শিল্পিকে এবং এই প্রত্যকটি নাটকেই তাকে ভিন্ন ভিন্ন রুপে দেখা গিয়েছে, আর তার বিপরীতে কাজ করেছেন এদেশের জনপ্রিয় সব অভিনেতা/অভিনেত্রীরা
তার অভিনীত ত্রয়ী,এমনো হতে পারে,ভুল সিধান্ত, অন্ধকার বস্তি,অচল,ফেয়ার প্লে,বাবার আদর্শ,ভাগের বাবা,প্রতিবেশি একটু বেশী, বেশ জনপ্রিয় এবং আলোচিত নাটক
এছারাও এই অভিনেতা ইতিমধ্যেই বেশ কয়েকটি মিউজিক ভিডিও তেও অভিনয় করেছেন,যে মিউজিক ভিডিও গুলোতে কন্ঠ দিয়েছেন এদেশের জনপ্রিয় কন্ঠশিল্পীরা
ভুলের মাশুল,পাখি,বিকল্প প্রেম,সজনী,তারে ছাড়া ভালো লাগেনা,এইতো বেশ আছি,তার জনপ্রিয় কয়েকটি মিউজিক ভিডিও
এ ছাড়াও এই অভিনেতার হাতে বর্তমানে বেশ কিছু কাজ রয়েছেন,সবকিছু ঠিকঠাক থাকলে এবং বর্তমান করোনা পরিস্হিতি একটু স্বাভাবিক হলে এই অভিনেতার নতুন কাজগুলোর শুটিং শুরু হবে,