অনলাইন ডেস্ক :: বগুড়ার আদমদীঘির শালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গত ২৬ আগস্ট মারা গেছেন। মারা যাওয়ার বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে অবগত করা হয়।
এরপরও সেই শিক্ষকের নামে বেতন বিল ট্রেজারির মাধ্যমে জনতা ব্যাংক আদমদীঘি শাখায় দাখিল করা হয়েছে। এ ঘটনায় শিক্ষক সমাজের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
জানা গেছে, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের শালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোকেয়া বেগম ওই বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছিলেন। চলতি বছরের ২৬ আগস্ট তিনি মারা গেছেন। তার মৃত্যুর খবর আদমদীঘি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে জানানোও হয়েছে।
এরপরও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস মৃত ওই শিক্ষকের নামে গত সেপ্টেম্বর মাসের ৩২ হাজার ৯২ টাকা বেতন বিল ট্রেজারির মাধ্যমে জনতা ব্যাংক আদমদীঘি শাখায় দাখিল করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সামছুল ইসলাম বলেন, ভুল করে অফিস সহকারী এ কাজটি করেছে। আমিও বিষয়টি যাচাই না করে ওই বেতন বিলে স্বাক্ষর করেছি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সীমা শারমিন জানান, এটা সম্পন্ন বেআইনি কাজ। বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।