নিজস্ব প্রতিবেদক।।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থী ছিনতা*ইকারীদের হামলার শিকার হয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) রাতে বরিশালের বাজার রোড এলাকায় কোতয়ালী মডেল থানার কাছাকাছি এ ঘটনা ঘটে।কয়েকজন যুবক তার পথরোধ করে মা*রধর শুরু করে এবং তার মোবাইল ফোন, মানিব্যাগ ও অন্যান্য মূল্যবান জিনিস ছিনিয়ে নেয়।
আহত শিক্ষার্থী বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী সৌমিত্র দে।
পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে মেডিকেলে ভর্তি করেন ।
আহত শিক্ষার্থী বলেন,আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ কয়েকজন আমাকে ঘিরে ধরে। একপর্যায়ে তারা আঘাত করে ফেলে দেয় এবং আমার সব জিনিস নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত ) সুমন কুমার আইট বলেন,এখন পর্যন্ত আমরা কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বরিশাল, বরিশাল বিভাগ, শিক্ষা