বিকাল ৫:৩০ ; শুক্রবার ; ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালে ফরচুন সুজের শ্রকিদের ওপর গুলি বর্ষণ, পুলিশসহ আহত ১০

৮:৪৯ অপরাহ্ণ, মে ২৩, ২০২৪

দুই মাসের বেতন বকেয়া, আট ঘণ্টার স্থানে ১২ থেকে ১৩ ঘণ্টা ডিউটি, বাৎসরিক ইনক্রিমেন্ট না দেওয়াসহ অর্ধ মাসের বেতন দেয়ায় বৃহস্পতিবার বিকেল চারটার দিকে আন্দোলনে নামেন নগরীর জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান ফরচুন সুজ লিমিটেডের শ্রমিকরা।

একপর্যায়ে বিক্ষুব্দ শ্রমিকার কারখানায় ইট পাটকেল নিক্ষেপ করলে কারখানার নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা শ্রমিকদের ওপর ১০ রাউন্ড গুলিবর্ষণ করেছে। এতে চার শ্রমিক আহত হয়েছেন। পাশাপাশি শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান এবং পাঁচ আনসার সদস্যসহ ১০ জন আহত হয়েছেন।

বরিশাল বিসিকে অবস্থিত কারখানায় এ ঘটনা ঘটেছে। কারখানাটি বিপিএলে ফরচুন বরিশাল টিমের মালিক ও বিসিক শিল্পনগরী ব্যবসায়ী সমিতির সভাপতি মিজানুর রহমানের।

আন্দোলনকারী শ্রমিক নিপা হালদার বলেন, কোম্পানী কথা দিয়েছিল প্রতিমাসের ৮ তারিখের মধ্যে বেতন পরিশোধ করা হবে। কিন্ত তা না দিয়ে এক মাসের বেতন পরের মাসের ২৫ তারিখেরও পরে দিতে থাকে। এতে করে আমাদের ফরচুন সুজের কাছে দুই মাসের বেতন বকেয়া পরে।

আজকে সেই বেতন চাইতে গেলে কোম্পানীর প্রতিনিধিরা দুই মাসের বেতন না দিয়ে ১৫ দিনের বেতন দিতে রাজি হন। এতে কিছু শ্রমিক কারখানা থেকে বের হয়ে গেলে তাদের আনসার ক্যাম্পে ধরে এনে মারধর করা হয়। একপর্যায়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে আনসার সদস্যরা গুলিবর্ষণ করে।

অপর আন্দোলনকারী ইউনুস মিয়া বলেন, আনসার সদস্যদের ছোড়া গুলিতে তাদের চারজন শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ শ্রমিক তামিম হোসেন, আরাফাত, মেহেদী হাসান ও রাফসানকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, শ্রমিকদের যখন মারধর করে তখন ফরচুন সুজের মালিক মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত

ছিলেন। তার নির্দেশেই আনসার সদস্যরা শ্রমিকদের ওপর গুলিবর্ষণ করেছে।

আরেক আন্দোলনকারী শ্রমিক নাসরিন আক্তার বলেন, বেতন চেয়েছি। বেতন দিবেন না, ভালো কথা। আমার শ্রমিক ভাইদের মারবে কেন? এই খবর শুনে আমরা সবাই জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেছি। তখন পরিস্থিতি উত্যপ্ত হয়ে উঠলে শ্রমিকরা কারখানায় ইট মেরে জানালার গ্লাস ভাঙচুর করেছে।

আনসার সদস্য ইউসুফ আলী বলেন, শ্রমিকরা বেতন পাবেন। তারা আন্দোলনে নেমে প্রথমেই এসে আমাদের আনসার সদস্যদের ক্যাম্পে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে আমরা উপরের নির্দেশে ১০ রাউন্ড গুলিবর্ষণ করেছি। তবে এতে কেউ হতাহত হয়েছেন কিনা জানা নেই। তবে শ্রমিকদের ছোঁড়া ইটপাটকেলে আমাদের পাঁচজন

আনসার সদস্য আহত হয়েছেন। পাশাপাশি শ্রমিকরা বিসিকে থাকা কমপক্ষে ১০টি নবাহন ভাঙচুর করেছে।

বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে গিয়ে ইটের আঘাতে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান আহত হয়েছেন। তারপরেও জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

খবর পেয়ে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ ফারুক হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, পুলিশ পুরো পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছেন। বর্তমানে ফরচুনসহ আশেপাশের তিনটি কারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সবশেষ অতিরিক্ত জেলা প্রশাসক মনদীপ ঘরাই ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের ছয় সদস্যর দল নিয়ে সমস্যা সমাধানের জন্য কারখানার কর্মকর্তাদের সাথে আলোচনায় বসেছেন।

উল্লেখ্য, মিজানুর রহমান নামের এই ব্যবসায়ীর হাতে ধরে বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) চ্যাম্পিয়ান হয়েছে “ফরচুন বরিশাল” নামের ক্রিকেট টিম। তার পরিচালিত কোম্পানিতে প্রায় সাড়ে তিন হাজার কর্মকর্তা-কর্মচারী রয়েছে।

বরিশাল, বরিশাল বিভাগ, শিরোনাম, সারাদেশ, হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালের তরুণ  সাংবাদিক এম. জাহিদ এর জন্মদিন আজ   বাবুগঞ্জে স্কুল শিক্ষিকা স্ত্রীর পরকীয়া প্রেমে বাঁধা দেয়াই কাল হলো সোলায়মানের!   শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন   বরিশালে ফরচুন সুজের শ্রকিদের ওপর গুলি বর্ষণ, পুলিশসহ আহত ১০   যায়যায়দিন ব‌রিশাল ব্যুরো অ‌ফি‌সের রি‌পোর্টার হ‌লেন এম.জাহিদ   শ্রমিকদের ওপর হামলায় সড়ক অবরোধ, উত্তপ্ত বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল   ‘হিট স্ট্রোকে’ এক সপ্তাহে ১০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর   বরিশালে ক্লাস ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দেয়ায় অর্ধশত শিক্ষার্থী আটক   সরকারকে ক্ষমতায় রেখে জনগণের মুক্তি সম্ভব না: চরমোনাই পীর   বরিশালে প্রধানমন্ত্রীর জনসভায় শাম্মী-পঙ্কজ অনুসারীদের সংঘর্ষ, একজনের মৃত্যু   বরিশালে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু   প্রতারক মাকসুদকে ধরিয়ে দিন   বরিশালে কাবিনের টাকা নিয়ে বনিবনা না হওয়ায় পালালো প্রেমিক   এস.এম জাকির হোসেনের মায়ের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক   ৫০ বছরের বেশি সময় ধরে বরিশালে সাংবাদিকতায় আলো ছড়িয়েছেন এসএম ইকবাল   বরিশালের সেই মাদক সম্রাট রাসেল মেম্বর এবার ইয়াবার বড় চালানসহ গ্রেপ্তার   নিষেধাজ্ঞা নিয়ে ‘বিরক্ত’ জেলেরা, তবুও ছাড়তে পারেন না পেশা   আওয়ামী লীগ দেশকে অনিবার্য সংঘাতের দিকে ঠেলে দিয়েছে: চরমোনাই পির   এক সপ্তাহ পরেই শীতের আমেজের আভাস   আবার সরকারে এলে ফরিদপুরে বিশ্ববিদ্যালয় করে দেবো: প্রধানমন্ত্রী