রাত ৩:০১ ; সোমবার ; ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

ফর্মাল নিউজে ভিডিও প্রকাশের চার ঘণ্টা পরই আটক ‘কালা মাসুম’এলাকায় স্বস্তি

১২:১১ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৫
Spread the love

এম. জাহিদ।। বরিশালের ভাটারখাল কলোনির আলোচিত চাঁদাবাজ ও প্রভাবশালী ছাত্রনেতা মাসুম ওরফে কালা মাসুম অবশেষে আটক হয়েছেন। জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ফর্মাল নিউজে তার সিন্ডিকেট ও পুলিশের নীরব ভূমিকাকে কেন্দ্র করে একটি সিসিটিভি”র ভিডিও প্রকাশের মাত্র চার ঘণ্টার মধ্যেই তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাটি এলাকায় আলোচনার ঝড় তুলেছে।

দীর্ঘদিন ধরে বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ১০ নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি পরিচয় ব্যবহার করে মাসুম ভাটার খাল, কেডিসি এলাকা এবং সংলগ্ন অঞ্চলে চাঁদাবাজি, মাদকচক্র নিয়ন্ত্রণ ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে দাপট দেখিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, ৫ আগস্টের পর থেকে তার প্রভাব আরও বেড়ে যায় এবং এলাকাজুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করেন তিনি।

যদিও তার বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা ও অভিযোগ ছিল, তবুও কেন এতদিন প্রশাসন কার্যকর ব্যবস্থা নেয়নি? এ নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী!  অনুসন্ধানে জানা গেছে, রাজনৈতিক ছত্রছায়া ও প্রভাবশালী ব্যক্তিদের ম্যানেজ করেই তিনি এতদিন ধরেই তার অপকর্ম চালিয়ে গেছেন।

এর আগে সাম্প্রতিক হামলা ও চাঁদাবাজির ঘটনায় মাসুমের পরিবারের চার সদস্যকে গ্রেফতার করা হয় এবং সেই সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিরা ছিলেন, স্ত্রী রিমি বেগম,বোন শিল্পী বেগম,ভাই সোহেল হাওলাদার ওরফে চেউয়া সোহেল (১০ নং ওয়ার্ড শ্রমিকদলের সাধারণ সম্পাদক)

সমন্ধি রিফাত, যার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে, ভাইরাল ফুটেজে পুলিশের নীরব ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়। অনেকেই দাবি করেন, প্রশাসন বরাবরই মাসুমের ব্যাপারে রহস্যজনকভাবে নমনীয় ছিল। অবশেষে ফর্মাল নিউজের প্রতিবেদনে বিষয়টি পুনরায় জাতীয় আলোচনায় উঠে আসার পর দ্রুত অভিযান চালিয়ে কালা মাসুমকে আটক করা হয়। খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথেই ভাটারখাল এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলে সাধারণ মানুষ। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন,এবার হয়তো দীর্ঘদিনের সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি আর মাদকচক্রের অবসান ঘটবে। কোতয়ালী মডেল থানা পুলিশ পুলিশ জানিয়েছে, মাসুমের বিরুদ্ধে চলমান মামলাগুলো নতুন করে তদন্তের আওতায় আনা হবে এবং তার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসী এখন দেখছে, প্রশাসন আগের নীরবতা কাটিয়ে এবার কতদূর যেতে পারে।

 

বরিশাল, বরিশাল বিভাগ, সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!   র‌্যাব বিলুপ্তির সুপারিশ এইচআরডব্লিউর   বরিশালের তরুণ  সাংবাদিক এম. জাহিদ এর জন্মদিন আজ   বাবুগঞ্জে স্কুল শিক্ষিকা স্ত্রীর পরকীয়া প্রেমে বাঁধা দেয়াই কাল হলো সোলায়মানের!   শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন   বরিশালে ফরচুন সুজের শ্রকিদের ওপর গুলি বর্ষণ, পুলিশসহ আহত ১০   যায়যায়দিন ব‌রিশাল ব্যুরো অ‌ফি‌সের রি‌পোর্টার হ‌লেন এম.জাহিদ   শ্রমিকদের ওপর হামলায় সড়ক অবরোধ, উত্তপ্ত বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল   ‘হিট স্ট্রোকে’ এক সপ্তাহে ১০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর   বরিশালে ক্লাস ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দেয়ায় অর্ধশত শিক্ষার্থী আটক   সরকারকে ক্ষমতায় রেখে জনগণের মুক্তি সম্ভব না: চরমোনাই পীর