এম.জাহিদ।।
স্বৈরাচারী আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া এবং ক্ষমতাসীন দলের হয়ে প্রচারণায় যুক্ত থাকা সেই সালাম রাড়ি এখন বরিশাল সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম আহবায়ক হয়েছেন।
তার এই পদ পাওয়া ঘিরে স্থানীয় বিএনপি অঙ্গনে চলছে তীব্র আলোচনা ও সমালোচনা।
আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া ও বিতর্কের সূচনা সৃষ্টি করেন তিনি। সূত্র জানায়, আওয়ামী লীগের তত্ত্বাবধানে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে সালাম রাড়ি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
সে সময় তিনি আওয়ামী লীগ প্রার্থীর হয়ে সরাসরি প্রচারণায় অংশ নেন এবং ভোটও চান।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিএনপির পক্ষ থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
দীর্ঘ নীরবতা শেষে হঠাৎ পদপ্রাপ্তি নোটিশের পর সালাম রাড়িকে দীর্ঘদিন বিএনপির কোনো কর্মসূচি, সভা বা আন্দোলনে দেখা যায়নি।
তবে সম্প্রতি নবগঠিত বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটিতে তাকে যুগ্ম আহবায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে।এতে দলীয় নেতাকর্মীরা হতবাক ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
স্থানীয় বিএনপির একাধিক সূত্রের দাবি, “দলে নিষ্ক্রিয় ও বিতর্কিত কর্মকাণ্ডে যুক্ত” এমন একজন ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদে বসানো সংগঠনের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে।
অন্যদিকে, সালাম রাড়ির ঘনিষ্ঠ এক মহল ফর্মাল নিউজকে জানান , তিনি বিএনপির আদর্শে বিশ্বাসী, অতীত ভুলে সংগঠনকে শক্তিশালী করতেই নতুন দায়িত্ব নিয়েছেন।
বরিশালের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, অতীতে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া ব্যক্তিকে বিএনপির গুরুত্বপূর্ণ পদে স্থান দেওয়া সংগঠনের অভ্যন্তরীণ নীতি ও নেতৃত্ব সংকটের প্রতিফলন।
তাদের মতে, এতে বিএনপির মাঠপর্যায়ের ত্যাগী নেতাকর্মীরা নিরুৎসাহিত হতে পারেন।
সেই সালাম রাড়ি এখন বিএনপির যুগ্ম আহবায়ক বরিশাল, বরিশাল বিভাগ, রাজনীতি, শিরোনাম, সারাদেশ, হোম