স্টাফ রিপোর্টার।।
৪ ডিসেম্বর বুধবার সকাল ১১ টায় ওজোপাডিকো রুপাতলি শাখার তত্বাবধায়ক প্রকৌশলী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদান পূর্বে রুপাতলি বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল নিয়ে ওজোপাডিকো রুপাতলি কার্যালয়ে যাওয়া হয়।
বরিশাল বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষেভ মিছিলে সভাপতিত্ব করেন দেওয়ান আবদুর রশিদ নীলু। উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম সংগঠক আরিফুর রহমান মিরাজ,লিটন হাওলাদার, রুবিনা ইয়াসমিন,মোঃ নিয়াজ, ইয়াসমিন সুলতানা, মো: মাসুম বিল্লাহ, জান্নাতুল ফেরদৌস তানমিম, সলাইমা জান্নাত, রাইদুল ইসলাম সাকিব প্রমুখ।
সভাপতির বক্তব্য দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, ‘আমরা নিশ্চিত হয়েছি ওজোপাডিকো বরিশাল বিভাগ ইতোমধ্যে প্রিপেইড মিটার স্থাপন শুরু করেছে। আমরা রাজধানী সহ বিভিন্ন শহরে প্রিপেইড মিটার ব্যবহারকারী, নানা মহল ও বিভিন্ন পত্র পত্রিকা মারফত জানতে পেরেছি এটি একটি জটিল মিটার। এটার ব্যবহারকারীরা বিভিন্ন ভাবে হয়রানি ও ভোগান্তির স্বীকার হচ্ছেন। এমনকি বরিশালে যারা কিনছেন তারাও ভোগান্তির স্বীকার হচ্ছেন। কাজেই আমরা বরিশালবাসী এই হয়রানি ও ভোগান্তি থেকে বাঁচতে চাই।’
বিদ্যুৎ বিলের মধ্যে ডিমান্ড চার্জ নামক অদ্ভূত এক বোঝা কর্তৃপক্ষ জনগণের ঘাড়ে চাপিয়েছেন। আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার বিদ্যুৎ খাতকে লুটপাটের আখরায় রুপান্তর করেছিলেন। নামে বেনামে বিভিন্ন চার্জ ও ফন্দিফিকির করে জনগণের পকেট কেটেছে। ডিমান্ড চার্জ তারমধ্যে একটা। আমরা এটার বাতিল চাই। এছাড়া, ইউনিট প্রতি বিদ্যুৎতের দাম ( ট্যারিফ) একই রেটে নিয়ে আসতে হবে। অবিলম্বে বিদ্যুৎ খাতের দায়মুক্তি আইন বাতিল করে লুটপাটের সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
বরিশাল, বরিশাল বিভাগ