এম. জাহিদ।। ২২ মার্চ (শনিবার) বরিশাল নগরীর কাউনিয়া ব্রাঞ্চ সাবান ফ্যাক্টরি এলাকায় তাদের নিজস্ব অফিসে অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়। জানা যায়, প্রতি বছরের ন্যায় এবারও প্রত্যয় মানব কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে বিশজন গরিব, অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন এ সংগঠন। যাদের আর্থিক অবস্থা খারাপ, দিন এনে দিন খেতে কষ্ট হয়, লজ্জা কারো কাছে হাত পাতে না। এমন ব্যক্তিদের মধ্যে।
প্রত্যয় মানব কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট মোখলেচুর রহমান বাচ্চু জানান, আমরা প্রতি বছর আমাদের এলাকার গরিব এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি যাতে করে তারা নিজেরা কিছু করে খেতে পারে। পরবর্তী সময় আর অন্য কারো কাছে হাত পাততে না হয়। ইনশাআল্লাহ আমাদের সংগঠন এক সময় পুরো বরিশাল নগরীর গরিব, অসহায় মানুষের প্রয়োজনে পাশে দাঁড়াবে। এবং এই সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ বিন হোসাইন বলেন, এটি একটি মানবিক সংগঠন এই সংগঠনের মূল উদ্দেশ্য হলো, অসহায় মানুষদের মানবিক সহায়তা, মানুষ মৃত্যুবরণ করলে তার দাফন কাফনের ব্যবস্থা সংগঠনের পক্ষ থেকে করে দেওয়া এবং অবিবাহিত মেয়েদের আর্থিক সমস্যার কারণে বিয়ে না হলে সংগঠনের পক্ষ থেকে তার খরচ প্রদান করা।
এর আগে ১৯ মার্চ ইফতারির ২৫০জন মানুষ নিয়ে ইফতার আয়োজন করেন প্রত্যয় মানব কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে।
লিড নিউজ বরিশাল, বরিশাল বিভাগ, সারাদেশ