নিজস্ব প্রতিবেদক, ॥ আগামী ১৮ ও ১৯ অক্টোবরের বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্মাতক (সম্মান) ভর্তি পরীক্ষা স্থগিত করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্মাতক (সম্মান) ভর্তি পরীক্ষা কোর কমিটির সদস্য প্রফেসর ড. মোঃ মুহসিন উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতিতে আরও বলা হয়, ভর্তি পরীক্ষার পুনঃনির্ধারিত তারিখ পরবর্তীতে যথাসময়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।