ভান্ডারিয়া প্রতিনিধিঃ বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষে গতকাল রোববার ভান্ডারিয়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে শহরে একটি র্যালী বের হয়।
পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল ওয়াহাব হাওলাদার সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলন, পিরোজপুর জেলা পরিষদ সদস্য রোকেয়া বেগম, ওয়ার্ল্ড ভিশন এপির শিশু সুরক্ষা বিষয়ক কর্মকর্তা স্বপন ফলিয়া, ব্রাকের পিও সন্তোষ মন্ডল প্রমূখ। বাল্য বিবাহের কুফল সম্পর্কে বক্তারা বিভিন্ন বিষয় আলোচনা করে।