আগে কখনো দেখা যায়নি, গতকাল বৃহস্পতিবার ধর্মশালায় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে এমন ঘটনাই দেখা গেল। হঠাৎ করেই ফ্লাডলাইট বন্ধ হয়ে যায়। দর্শকদের চলে যেতে বলা হয়। প্রথমে সম্প্রচারকরা আনুষ্ঠানিক কারণ হিসেবে ‘কারিগরি ত্রুটি উল্লেখ করেছিলেন, কিন্তু পরে জানানো হয়, হামলার আতঙ্কেই বন্ধ করা হয়েছে ম্যাচ।
আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল সংবাদ সংস্থা আইএএনএসকে বলেছেন, ‘হ্যাঁ, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ম্যাচটি বাতিল করা হয়েছে, কারণ জম্মুতে কিছু ঘটনা (ড্রোন হামলা) ঘটেছে বলে আমার বিশ্বাস। আমরা এটাই জানতে পেরেছি, তাই আমরা খেলাটি বাতিল করা বুদ্ধিমানের কাজ বলে মনে করেছি।’
এদিকে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ম্যাচটি বাতিল হওয়ার পর ‘কিছুটা আতঙ্ক’ দেখা গিয়েছিল। স্থানীয় সময় রাত ৯টা বিশের দিকে, একটি ফ্লাডলাইট টাওয়ার নিভে যায়, তারপর দর্শকদের সরিয়ে নেওয়া হয়। আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমালকে ভক্তদের সুশৃঙ্খলভাবে স্টেডিয়াম ছেড়ে যাওয়ার ইঙ্গিত করতে দেখা গেছে। একজন শীর্ষ ক্রিকেট কর্মকর্তার ফোনকলের পর আয়োজক হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন পাঞ্জাব বনাম দিল্লি ম্যাচ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রতিবেদনে একজন খেলোয়াড়ের বরাত দিয়ে বলা হয়েছে, ‘আমাদের কাছের পাঠানকোটে হামলার খবর জানানো হয়েছিল। আমাদের তাৎক্ষণিকভাবে হোটেলে ফিরে যেতে বলা হয়েছে। কিছুটা আতঙ্ক ছিল… দিল্লি ক্যাপিটালস পাঞ্জাব দলের বাসে বসে ছিল এবং বিপরীতে আমরা তাদেরটায়। আমরা বাইরে যেতে চেয়েছিলাম কিন্তু সেখানে প্রচুর ভিড় ছিল। বিদেশি খেলোয়াড়রা চিন্তিত ছিলেন, তাদের অনেকেই দেশে ফিরে যেতে চেয়েছিলেন।’
গতকাল ধর্মশালায় পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে ম্যাচটি ১০.১ ওভারের খেলা শেষে বাতিল করা হয়। ওই সময়ে পাকিস্তান থেকে বিমান ও ড্রোন হামলার ফলে ধর্মশালার কাছাকাছি অবস্থিত জম্মু, পাঠানকোট এবং উধমপুরে বিদ্যুৎ বিভ্রাট হয় বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
অনলাইন ডেস্ক, আন্তর্জাতিক