বিকাল ৫:১৮ ; শুক্রবার ; ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

খুলনায় পুলিশ-শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও সাংবাদিকসহ আহত অর্ধশত

৫:২০ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৪

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে পুলিশ-শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ২টা থেকে দফায় দফায় এ সংঘর্ষ চলে বিকাল ৪টা পর্যন্ত। এ সময় খুলনার ময়লাপোতা মোড়, সাতরাস্তা মোড়, মডার্ন মোড় ও পিটিআই মোড় রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে সাংবাদিকসহ আহত হন প্রায় অর্ধশত শিক্ষার্থী। ঘটনাস্থল থেকে পুলিশ শিক্ষার্থী ও সাধারণ মানুষসহ অন্তত একশ জনকে আটক করেছে। সংঘর্ষ চলাকালে দোকানপাট বন্ধ হয়ে যায়। মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে। মানুষ এদিক-ওদিক ছোটাছুটি শুরু করে। এরপর শহরে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেলা ১১টা থেকে কর্মসূচি শুরু করতে চেষ্টা করে শিক্ষার্থীরা। তবে মোড়ে মোড়ে ব্যাপক পুলিশি তৎপরতা থাকায় রাস্তায় দাঁড়াতে পারেনি শিক্ষার্থীরা। পরে দুপুর ১টার দিকে নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পুলিশ শিক্ষার্থীদের ধাওয়া দিলে ছাত্রদের একটি অংশ ময়লাপোতা মোড়ের আহসানুল্লাহ কলেজে আশ্রয় নেয়। তারা ভবনের ভেতর প্রবেশ করে তালা লাগিয়ে দেয়। পুলিশ সেখানে গিয়ে তালা ভেঙে অন্তত ৩৫ জনকে আটক করে।

 

দুপুর দেড়টার পর ছাত্রলীগের কিছু নেতাকর্মী ডালমিল মোড় থেকে লাঠি নিয়ে মিছিল বের করে। পুলিশ আন্দোলনকারী ভেবে তাদের ধাওয়া দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে শেরেবাংলা রোড থেকে ছাত্রলীগের আরেকটি মিছিল ময়লাপোতা হয়ে সাত রাস্তার দিকে চলে যায়। ময়লাপোতা মোড়ে পুলিশের লাঠিচার্জে টিকতে না পেরে দুপুর সোয়া ২টার দিকে দুই-আড়াইশর মতো শিক্ষার্থী ফের জড়ো হয় নগরীর সাতরাস্তার মোড়ে। সেখানে তারা দুদিকের রাস্তা আটকে বিক্ষোভ-সমাবেশ করতে শুরু করে। এ সময় চারপাশ দিয়ে পুলিশ শিক্ষার্থীদের ঘিরে ফেলে। পুলিশ হ্যান্ডমাইকে বারবার শিক্ষার্থীদের চলে যেতে বলে। তবে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে স্লোগান দিতে থাকে। এর কিছুক্ষণ পর ময়লাপোতা থেকে অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রাকিবের নেতৃত্বে পুলিশের একটি টিম এসে শিক্ষার্থীদের ব্লক করে লাঠিচার্জ শুরু করে। এতে শিক্ষার্থীরা দিগ্বিদিক হয়ে ছোটাছুটি শুরু করে। ছাত্ররা ভাগ হয়ে দোলাখোলা সড়ক, গরিব নেওয়াজ সড়ক, সাংবাদিক হুমায়ুন কবির বালু সড়কে অবস্থান নিয়ে ইটপাটকেল ছুড়তে শুরু করে। এ সময় কালবেলার খুলনা প্রতিনিধি বশির হোসেন ইটের আঘাতে গুরুতর আহত হন। সেখানে পুলিশ শিক্ষার্থীদের দিকে টিয়ারশেল নিক্ষেপ করতে থাকে। এতে কয়েকজন সাংবাদিক আহত হন। টিয়ারশেলের পাশাপাশি পুলিশ শটগানের ফাঁকা গুলি ছোড়ে। এখান থেকে পুলিশ নারী শিক্ষার্থীসহ অন্তত ১০ জনকে আটক করে নিয়ে যায়।

 

পুলিশ ভ্যানে আটক হওয়া ফাতেমা তুজ জোহরা নামে এক ছাত্রী বলেন, ‘আমাদের অহেতুক পিটিয়ে আহত করেছে। আমরা শান্তিপূর্ণভাবে বসে বিক্ষোভ করছিলাম। আমাদের অপরাধ কী? ভ্যানে আমিসহ ৯-১০ জন রয়েছি। এর মধ্যে চার জন মেয়ে। আমাদের ধরে নিয়ে যাচ্ছে। জানি না আমাদের কী করবে পুলিশ। আপনারা আমাদের সহযোগিতা করুন।’

 

সেখান থেকে ছত্রভঙ্গ হয়ে আন্দোলনকারী ছাত্ররা দুপুর ৩টার দিকে নগরীর মডার্ন ফার্নিচার মোড়ে গিয়ে রাস্তা আটকে বিক্ষোভ করতে থাকে। পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও শটগান দিয়ে ফাঁকা গুলি ছোড়ে। সেখানেও শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। পুলিশ ছাত্রদের ধাওয়া দিলে তারা নগরীর পিটিআই মোড়ে অবস্থান নেয়। সেখানেও কয়েক দফা সংঘর্ষ হয় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে। পরে ছাত্ররা টিকতে না পেরে পালিয়ে যায়। পরে পরিস্থিতি শান্ত হয়।

 

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, সোনাডাঙ্গা থানায় ২০ শিক্ষার্থী ও সদর থানায় ৬০ জনের মতো শিক্ষার্থী আটক রয়েছে। আটকদের যাচাই-বাছাই চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি।

 

উল্লেখ্য, মঙ্গলবার রাত ১০টায় খুলনা সার্কিট হাউজে ১১ জন ছাত্র ও অভিভাবকদের সঙ্গে বৈঠক করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, মেয়র, সংসদ-সদস্য ও আওয়ামী লীগ নেতারা। বৈঠকের পর তাৎক্ষণিক প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। তবে রাতেই শিক্ষার্থীদের আরেকটি অংশ, প্রত্যাহারের ঘোষণা প্রত্যাখ্যান করেন। অনলাইনে বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামে মঙ্গলবার রাত ১১টা ৪৭ মিনিটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, খুলনার গ্রুপে এই তথ্য জানানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মিরাজ অন্য সব সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের পক্ষে এই ঘোষণা দেন। পরে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্যাডে ‘স্পষ্ট বিবৃতি’ শিরোনামে আরেকটি বিজ্ঞপ্তিতে ফেসবুক গ্রুপ ‘কেইউ ইনসাইডার’ এবং ‘থট বিহাইন্ড দ্য কেইউ’ প্রকাশ করা হয়। এতদিন এই দুটি গ্রুপের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি ঘোষণা এবং প্রকাশ করতেন।

 

স্পষ্ট বিবৃতিতে বলা হয়, ‘চলমান আন্দোলনে খুলনা বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট কোনো সমন্বয়ক ছিল না। খুলনা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীকে দিয়ে জোরপূর্বক যে প্রেস ব্রিফিং করানো হয়েছে তা নোংরা রাজনীতির অংশ ছাড়া কিছুই নয়। এ অবস্থায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী হিসাবে আমরা এই বিবৃতি প্রত্যাখ্যান করছি।’

 

শিক্ষার্থীদের হয়রানি না করার আহ্বান খুবি প্রশাসনের : কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নিরপরাধ শিক্ষার্থীদের হয়রানি না করতে আহ্বান জানিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) প্রশাসন। বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগ থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খুলনা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী হয়রানির শিকার হলে তাকে ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরকে অবহিত করার নির্দেশনা প্রদান করা হলো। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে সম্ভাব্য সব সহযোগিতা প্রদান করা হবে।

জাতীয়, সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালের তরুণ  সাংবাদিক এম. জাহিদ এর জন্মদিন আজ   বাবুগঞ্জে স্কুল শিক্ষিকা স্ত্রীর পরকীয়া প্রেমে বাঁধা দেয়াই কাল হলো সোলায়মানের!   শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন   বরিশালে ফরচুন সুজের শ্রকিদের ওপর গুলি বর্ষণ, পুলিশসহ আহত ১০   যায়যায়দিন ব‌রিশাল ব্যুরো অ‌ফি‌সের রি‌পোর্টার হ‌লেন এম.জাহিদ   শ্রমিকদের ওপর হামলায় সড়ক অবরোধ, উত্তপ্ত বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল   ‘হিট স্ট্রোকে’ এক সপ্তাহে ১০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর   বরিশালে ক্লাস ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দেয়ায় অর্ধশত শিক্ষার্থী আটক   সরকারকে ক্ষমতায় রেখে জনগণের মুক্তি সম্ভব না: চরমোনাই পীর   বরিশালে প্রধানমন্ত্রীর জনসভায় শাম্মী-পঙ্কজ অনুসারীদের সংঘর্ষ, একজনের মৃত্যু   বরিশালে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু   প্রতারক মাকসুদকে ধরিয়ে দিন   বরিশালে কাবিনের টাকা নিয়ে বনিবনা না হওয়ায় পালালো প্রেমিক   এস.এম জাকির হোসেনের মায়ের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক   ৫০ বছরের বেশি সময় ধরে বরিশালে সাংবাদিকতায় আলো ছড়িয়েছেন এসএম ইকবাল   বরিশালের সেই মাদক সম্রাট রাসেল মেম্বর এবার ইয়াবার বড় চালানসহ গ্রেপ্তার   নিষেধাজ্ঞা নিয়ে ‘বিরক্ত’ জেলেরা, তবুও ছাড়তে পারেন না পেশা   আওয়ামী লীগ দেশকে অনিবার্য সংঘাতের দিকে ঠেলে দিয়েছে: চরমোনাই পির   এক সপ্তাহ পরেই শীতের আমেজের আভাস   আবার সরকারে এলে ফরিদপুরে বিশ্ববিদ্যালয় করে দেবো: প্রধানমন্ত্রী