নিজস্ব প্রতিবেদকঃ শিশু আছিয়াসহ সারা দেশে ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) জুমার নামাজের পর দুপুর ২ টায় চাঁদমারিতে গোল চত্বরে ১১নং ওয়ার্ড বাসী যুব সমাজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত চাদমারী মাদ্রাসা মসজিদের ইমাম মাওলানা দেলোয়ার হোসেন বলেন, আমাদের দেশের বর্তমান আট বছরের শিশুও ধর্ষকদের থেকে রক্ষা পাচ্ছে না। আমরা কঠিনের বিধান কাগজে কলমে দেখতে চাইনা। বর্তমান সরকারের আইনশৃঙ্খলা রক্ষায় অনেকটা উদাসীন। আমরা সরকারের এমন উদাসীনতা মেনে নিতে পারছি না। আমাদের আইনের সুশাসন প্রতিষ্ঠার জন্য এবং ধর্ষণের বিচার কার্য দ্রুত সময়ে শেষ করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে ।
লিড নিউজ বরিশাল, বরিশাল বিভাগ