উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও আহবায়ক সম্মেলন প্রস্তুত কমিটি বরিশাল উত্তর ও পটুয়াখালী জেলার মোঃ দুলাল হোসেন এর ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়। পবিত্র ঈদুল ফিতরের পরের দিন থেকে শুরু ৪ দিন ধরে উজিরপুর উপজেলার বিভিন্ন স্থানে তিনি নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন শত শত নেতাকর্মী।
জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ দুলাল হোসেন সকল নেতাকর্মীদের সার্বিক খোঁজ খবর নেন এবং তিনি বিএনপির হাতকে আরো শক্তিশালী করার লক্ষে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। এছাড়া তিনি উজিরপুরে বিএনপির হাল ধরতে চান এবং আগামী জাতীয় নির্বাচনে বরিশাল-২ আসন উজিরপুর-বানারীপাড়ার সংসদ সদস্য হিসেবে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার দাবি জানিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানসহ বিএনপির সকল নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি। এছাড়াও ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ দুলাল হোসেন এর উজিরপুরে আগমনে উজ্জীবিত তার সমর্থক নেতাকর্মীরা।
বরিশাল বিভাগ, বিনোদন