নাসির শরীফ,উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলায় শিশু ধর্ষণ,থানায় মামলা। ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায় সাতলা ইউনিয়নের আলামদি ১নং ওয়ার্ডের নিলকান্ত রায়ের ছেলে ১ সন্তানের জনক নারীলোভী লম্পট মিলন রায়(৪০) একই বাড়ির ৩য় শ্রেণির ছাত্রীকে ৪ মাস ধরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ধর্ষণের ঘটনায় ৬ মে উজিরপুর মডেল থানায় লম্পট মিলন রায়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার পর থেকে অভিযুক্ত মিলন রায় পালিয়ে বেড়াচ্ছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান মামলা নেয়া হয়েছে এবং আসামিকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে ওই নারীলোভী ধর্ষক মিলনকে অচিরেই গ্রেফতার পূর্বক ফাঁসির দাবিতে ফুঁসে উঠেছে ভুক্তভোগী ছাত্রীর পরিবার ও এলাকাবাসী।
লিড নিউজ বরিশাল, বরিশাল বিভাগ