বেতাগী প্রতিনিধি॥ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেতাগী আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য’র দাবিতে বেতাগী বন্দর ব্যবসায়ী ও স্থানীয় সুধীজনের এক মতবিনিময় সভা আনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার ( ৬ অক্টোবর) সন্ধ্যার পরে পৌর শহরের সর্বজনীন কালীমন্দির প্রাঙ্গনে বন্দর ব্যবসায়ী সমিতি উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বেতাগী বন্দর ব্যবসায়ী নেতা মকবুল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তিতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতাগী পৌরসভার মেয়র, বরগুনা-২ (পাথরঘাটা, বামনা ও বেতাগী) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এবিএম গোলাম কবির, বরগুনা জেলা পরিষদের সদস্য বাবুল আক্তার, বিবিচিনি চেয়ারম্যান নওয়াব হোসেন নয়ন, হোসনাবাদ ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমান খান, সাবেক প্যানেল মেয়র বরুণ কৃষ্ণ কর্মকার, কাউন্সিলর নাসির উদ্দিন ফকির, কাউন্সিলর জিয়াউর রহমান জুয়েল, হোটেল ব্যবসায়ী শানু আকন, মতবিনিময় সভায়, বেতাগী বন্দর ব্যবসায়ী, পৌর সভার কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও গণমাধ্যম কর্মিসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।
মতবিনিমিয় সভায় ভৌগলিক অবস্থান ও সুষম উন্নয়নের স্বার্থে বরগুনা-২ (বেতাগী, পাথরঘাটা ও বামনা) আসনে বেতাগী উপজেলা থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির’র মনোনয়নের দাবি উঠে আসে।
সভায় বক্তারা একমত হন যে, দীর্ঘ কয়েক বছর যাবত বেতাগী থেকে কোন সরকার দলীয় সংসদ সদস্য নির্বাচিত না হওয়ায় সুষম উন্নয়ন হচ্ছে না এবং জনগণের প্রত্যাশাও পূরণ হচ্ছে না। বক্তারা এসময় দাবি জানান,’ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেতাগী উপজেলা থেকে একজন উপযুক্ত রাজনীতিবিদকে মনোনয়ন দেওয়ার।
বরগুনা, বরিশাল বিভাগ