স্টাফ রিপোর্টার ॥ আজ ১লা সেপ্টম্বর বরিশালের উদীয়মান তরুন সাংবাদিক ও এম. জাহিদের জন্মদিন। এই দিনে তিনি ঝালকাঠি জেলার নলছিটি নাচনমহল ইউনিয়নের সম্ভ্রান্ত খান বাড়িতে তার পৈত্রিক নিবাসে জন্ম গ্রহন করেন।
বয়সে অনেকের চেয়ে অনুজ হলেও সাংবাদিকতার কর্মদক্ষতার কারনে বরিশালের সর্বমহলে সুনাম অর্জন করেছেন এই তরুন সাংবাদিক। এমনকি তিনি সাংবাদিক অঙ্গনে গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে এম. জাহিদ জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার বরিশাল ব্যুারো রির্পোটার, বরিশালের স্থানীয় দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার প্রধান বার্তা সম্পাদক এবং ফর্মাল নিউজের প্রকাশক ও সম্পাদকের এর দায়িত্ব পালন করছেন।
অবস্য ২০১১সালে বরিশাল থেকে প্রকাশিত দৈনিক শাহানামা প্রত্রিকার মাধ্যমে মিডিয়া অঙ্গনে যাত্রা শুরু হয় তার। এছারাও তিনি বরিশালের বেশ কয়েকটি প্রত্রিকায় সুনামের সাথে দির্ঘ্যদিন কাজ করে আসছেন । তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন অসংখ্য সুভাকাক্ষীরা।
এম.জাহিদ এর জন্মদিন গণমাধ্যম, বরিশাল, শিরোনাম, সারাদেশ, হোম