ফরিদপুর শহরের পূর্ব কমলাপুর লালের মোড় এলাকায় পারিবারিক কলহের জেরে দেবরের হাতে খুন হয়েছে ভাবী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে। এ ঘটনায় দেবরকে আটক করতে পারেনি পুলিশ। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।নিহতদের স্বজনেরা জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই ভাবীকে খুন করা হয়। নিহতদের পরিবার ও কোতয়ালী থানা পুলিশ জানায়, পূর্ব কমলাপুর এলাকার মৃত আ. মজিদ মিয়ার বড় ছেলে আ. রাজ্জাক মিয়ার সাথে ছোট ভাই আ. রব মিয়ার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। দুপুরের সময় দেবর আ. রব তার বড় ভাইয়ের স্ত্রী মাজেদা পারভীনের কাছে টাকা চায়। ভাবী টাকা দিতে অস্বীকার করলে আ. রব এসময় ভাবীকে ধারালো দাঁ দিয়ে কুপিয়ে জখম করে।মারাত্বক আহত অবস্থায় মাজেদা পারভীনকে হাসপাতালে নেবার পথে সে মারা যায়। এ ঘটনার পর থেকেই ঘাতক আ. রব পলাতক রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।হত্যার বিষয়ে কোতয়ালী থানার ওসি এম এ জলিল জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আলামত জব্দ করা গেলেও আসামিকে ধরা যায়নি।তবে তাকে দ্রুতই গ্রেফতার করা সম্ভব হবে।
সারাদেশ