আকাশ চন্দ্র দাস ::: নতুন বছরের প্রতিটি মুহূর্ত হোক সুখ, সুস্থতা, সাফল্য ও ভালোবাসায় পরিপূর্ণ, এমন শুভকামনায় বরিশালের পাঠকপ্রিয় দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুজিব ফয়সালের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার বরিশাল অফিসের রিপোর্টার, দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার প্রধান বার্তা সম্পাদক এবং ফর্মাল নিউজ ২৪ ডটকমের সম্পাদক ও প্রকাশক এম. জাহিদ।
আজ ২১ নভেম্বর মুজিব ফয়সালের জন্মদিন। ১৯৯২ সালের এই দিনে তিনি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের এক সম্মানিত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধতার বোধ তাকে এগিয়ে নিয়ে যায় একটি ভিন্নধর্মী পেশার দিকে।
সাংবাদিকতা পেশায় তার যাত্রা শুরু দৈনিক বাংলার বন পত্রিকার নলছিটি উপজেলা প্রতিনিধি হিসেবে। পরবর্তীতে তিনি দৈনিক আজকের পরিবর্তন এবং দৈনিক কলমের কণ্ঠ পত্রিকার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। একাধারে তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত থেকে সমাজের উন্নয়নে অবদান রেখে চলেছেন।
২০১৮ সালে মুজিব ফয়সাল দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে নতুনভাবে পথচলা শুরু করেন। তার নেতৃত্বে অল্প সময়ের মধ্যেই পত্রিকাটি বরিশালসহ দক্ষিণাঞ্চলের পাঠকদের আস্থা ও ভালোবাসা অর্জন করে।
সাংবাদিকতার পাশাপাশি তিনি শিক্ষাজীবনেও ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ। ২০০৭ সালে এসএসসি, ২০০৯ সালে এইচএসসি, ২০১৫ সালে স্নাতক ডিগ্রি এবং ২০১৯ সালে বরিশাল ল’ কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন।
সাংবাদিকতা পেশায় আসার কারণ সম্পর্কে তিনি বলেন, কর্মজীবন নানা পথেই সাজানো যায়, কিন্তু তিনি এমন একটি পেশা বেছে নিতে চেয়েছিলেন যেখানে নিজের সাফল্যের পাশাপাশি নির্যাতিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানো যায়। মূলধারার সৎ ও নৈতিক সাংবাদিকতার চর্চায় থাকতে চান তিনি। এজন্য সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন মুজিব ফয়সাল।
তার জন্মদিনে সহকর্মী, শুভানুধ্যায়ী এবং পাঠকদের পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।
লিড নিউজ বরিশাল, বরিশাল বিভাগ, শিরোনাম, সারাদেশ


