নিজস্ব প্রতিবেদক:::বরিশাল, ৭ নভেম্বর ২০২৫ বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি (১৭-২০ গ্রেডভুক্ত) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল ইউনিটের নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
সম্প্রতি (২৪ অক্টোবর ২০২৫) অনুষ্ঠিত নির্বাচনী সাধারণ সভায় সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেন স্বাক্ষরিত পত্র (সূত্র: বাচসকস/২০২৫/৫২, তারিখ: ০৭/১১/২০২৫) অনুযায়ী কমিটিটি ২০২৫ সালের ৭ নভেম্বর থেকে ২০২৮ সালের ৬ নভেম্বর পর্যন্ত তিন বছরের জন্য আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ রাব্বি আল মামুন (ফয়সাল) এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ আবিদ হাসান।
কেন্দ্রীয় কমিটির অনুমোদনপত্রে উল্লেখ করা হয়“কার্যনির্বাহী কমিটির সকল সদস্যগণ সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ে সচেষ্ট থাকবেন বলে প্রত্যাশা করছি। কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেন।
নবনির্বাচিত সভাপতি মোঃ রাব্বি আল মামুন (ফয়সাল)ফর্মাল নিউজকে বলেন, এই দায়িত্ব শুধু সম্মান নয়, এটি কর্মচারীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার। আমরা ঐক্যবদ্ধভাবে ন্যায় ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাব।
বরিশাল, বরিশাল বিভাগ, সারাদেশ, হোম


