রাশিয়ার হামলার হুমকি মাথায় নিয়েই কৃষ্ণসাগর হয়ে ইউক্রেনের ওডেসা বন্দর ছেড়েছে একটি বাণিজ্যিক জাহাজ। জাহাজটি ইউক্রেনে আটকে পড়েছিল। হংকংয়ের পতাকাবাহী জাহাজটি ২০২২ সালে ইউক্রেনে রুশ অভিযান শুরু হওয়ার পর থেকেই সেখানে আটকে ছিল। রাশিয়া শস্য চুক্তি বাতিল করার পর কৃষ্ণসাগরে বিশেষ মানবিক করিডোর চালুর ঘোষণা দেয় কিয়েভ।যদিও মস্কো কিয়েভের এই ঘোষণার প্রতি একাত্মতা জানায়নি। রাশিয়া বলেছে, এই করিডোর ব্যবহার করা জাহাজের কোনো ক্ষতি হলে তার দায়ভার ইউক্রেন বহন করবে। ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার হামলার তাদের একটি শস্য ভাণ্ডার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ওডেসা বন্দরের কার্যক্রম নিয়মিতভাবেই চলছে।
সূত্র: বিবিসি
অনলাইন ডেস্ক