ফর্মাল নিউজ ডেস্ক, বরিশাল ॥ মিয়ানমারের একটি জেডখনিতে ভূমিধসের ঘটনায় ২৫ জনের লাশ উদ্ধার হয়েছে। তবে এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ১৪ জন।
মিয়ানমারে সাম্প্রতিক দিনগুলোতে প্রবল বৃষ্টি ও বন্যা হয়। এর ফলে রোববার উত্তর কাচিনের হাপাকান্ট শহরের বাইরে প্রত্যন্ত অঞ্চলে ভূমিধসের এ ঘটনা ঘটে। খবর এএফপির।
উদ্ধারকারীরা জানান, খনি খননের ফলে প্রায় ৫০০-৬০০ ফুট উঁচু মাটির একটি বিশাল স্তূপ প্রচণ্ড বৃষ্টির পর আলগা হয়ে যায় এবং ধসে পড়ে।
একজন উদ্ধারকর্মী এএফপিকে বলেন, আমরা আজ মোট ২৫ লাশ পেয়েছি। তবে এখনো ১৪ জন নিখোঁজ রয়েছেন এবং নিখোঁজ এসব মানুষকে উদ্ধারের প্রচেষ্টা বুধবারও অব্যাহত থাকবে।
মিয়ানমারের উত্তরাঞ্চালীয় প্রদেশগুলো প্রাকৃতিক সম্পদে খুবই সমৃদ্ধ। স্বর্ণ ও মূল্যবান পাথরের বেশ কয়েকটি খনি ও দামি কাঠ রয়েছে এখানকার অরণ্যগুলোতে। কিন্তু এসবের ওপর সরকারি নিয়ন্ত্রণ কার্যত প্রায় নেই বললেই চলে।
সারাদেশ