আকাশ চন্দ্র দাস :
ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় উপজেলা বিএনপির সদ্য পদ স্থগিত হওয়া সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন (নাছিম আকন) মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।
শনিবার দুপুরে উপজেলার নলবুনিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নাছিম আকন মোটরসাইকেলে করে যাচ্ছিলেন, এমন সময় বরিশালগামী হামিম পরিবহনের একটি বেপরোয়া গতির বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরহুম নাছিম আকন রাজাপুর উপজেলা বিএনপির দীর্ঘদিনের সক্রিয় ও নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন তার রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
অর্থনীতি, ঝালকাঠী, বরিশাল, বরিশাল বিভাগ, রাজনীতি


