নাসির শরীফ,উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের রাজাপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ষড়যন্ত্র মূলক ঘরে অগ্নিসংযোগ ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন। ৪ জুলাই শুক্রবার বিকেল ৫ টার দিকে রাজাপুর বাজারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী ফ্রান্সিস মধু বলেন তার স্ত্রী আলো মধু সাতলা রাজাপুর মৌজায় ২০১৯ সালে ঘরসহ ১ একর সাড়ে ৬ শতাংশ জমি ক্রয় করেন এবং উক্ত জমির মিউটেশন ও ৩৩ বছরের খাজনা পরিষদ করা হয়েছে। কিন্তু তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে সাতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ খায়রুল বাশার লিটনের দাপট দেখিয়ে রাজাপুর ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সায়মন বাড়ৈ জোরপূর্বক ক্ষমতার দাপটে আলো মধুর ক্রয়কৃত জমি দখল করে নেয়।
বিরোধীয় জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিক মামলা চলমান রয়েছে। সায়মন বাড়ৈ আইন ও স্থানীয় শালিষ মিমাংসার তোয়াক্কা করেনা। এছাড়া সায়মন বাড়ৈর সন্ত্রাসী বাহিনী ও মাদকসেবিরা আমার স্ত্রীর ক্রয়কৃত জমিতে থাকা একটি পরিত্যক্ত ঘরে প্রতিদিন মাদকের আসর বসায়। এরমধ্যে গত ১ জুন গভীর রাতে ওই ঘরে সায়মন বাড়ৈর সন্ত্রাসী বাহিনী আগুন দিয়ে উল্টো দিনমজুর মন্জু বেপারীসহ আমাদের বিরুদ্ধে বিভিন্ন মহলে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এসময় উপস্থিত ছিলেন আলো মধু,,নিকটতম আত্মীয় সালমা ও মন্জু বেপারী। এদিকে মন্জু বেপারী বলেন গত সোমবার দুপুরে আমার একটি মোবাইল ফোন ও পোনামাছ ক্রয়ের গচ্ছিত রাখা দুই লক্ষ টাকা চুরি হয়। এর একদিন পরেই ঘরে সায়মন বাড়ৈর সন্ত্রাসী বাহিনীরা নাটক করে অগ্নিসংযোগ করে আমার মোবাইল ফোনটি ঘটনাস্থলে ফেলে রেখে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে উজিরপুর মডেল থানায় মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে। এদিকে মোবাইল ও নগদ দুই লক্ষ টাকা চুরির ঘটনায় আমি বরিশাল আদালতে মামলা দায়ের করেছি।
এদিকে মিথ্যা মামলা প্রত্যাহার এবং ভুমিদস্যু সায়মন বাড়ৈ কবল থেকে দলিলকৃত জমি দখলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন ও প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার। এছাড়া শুক্রবার বিকেল ৪ টার দিকে রাজাপুর বাজারে খ্রিস্টান পল্লীতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ তুলে মিথ্যা সংবাদ প্রকাশ ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে সাতলা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ,সহ-সভাপতি বিল্লাল ভাট্টি,সাধারণ সম্পাদক মোঃ হালিম বিশ্বাস,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাহাদুর। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন রাজাপুর গ্রামে কোন খ্রিস্টান পল্লী নেই। এই এলাকায় মুসলমান,হিন্দু,খ্রিস্টানদের বসবাস। মূলত আলো মধুর দলিলকৃত জমি জোরপূর্বক সায়মন বাড়ৈ আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী নিয়ে দখল করে। উক্ত জমি নিয়ে আলো মধু ও সায়মন বাড়ৈর মধ্যে মামলা ও বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে নাটক সাজিয়ে ষড়যন্ত্র মূলক একটি পরিত্যক্ত ঘরে অগ্নিসংযোগ করা হয়। কিন্তু এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য খ্রিস্টান পল্লীতে অগ্নিসংযোগ করার অপপ্রচার চালাচ্ছে এবং একটি অনলাইন পত্রিকায় ভূয়া সংবাদ প্রকাশ করেছেন।
আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রকৃত রহস্য উদঘাটনসহ অপপ্রচারকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি। অভিযুক্ত একাধিক মামলার আসামি সায়মন বাড়ৈ পালিয়ে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জানান বিষয়টি তদন্ত চলছে। আসল রহস্য উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
উজিরপুর, বরিশাল