এম. জাহিদ, বরিশাল। বরিশাল নগরীতে সাংবাদিক পরিচয়ের আড়ালে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই ভুয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে আসল আগ্নেয়াস্ত্রের মতো দেখতে একটি লাইটার পিস্তল, ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম ও নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (২২ জানুয়ারি) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে নগরীর রায় রোড এলাকায় নতুন বাজার সংলগ্ন চেকপোস্টে দায়িত্ব পালনকালে নতুন বাজার পুলিশ ফাঁড়ির এএসআই বারেক সন্দেহজনকভাবে অবস্থানরত দুই ব্যক্তিকে তল্লাশি করেন। এ সময় তাদের কাছ থেকে পিতলের বাটযুক্ত একটি লাইটার পিস্তল, ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত লাইটার পিস্তলটি দেখতে হুবহু আসল পিস্তলের মতো হওয়ায় সেটি ব্যবহার করে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ছিনতাই বা অর্থ আদায়ের মতো অপরাধ সংঘটনের আশঙ্কা করছে পুলিশ। প্রাথমিকভাবে আটক দুই ব্যক্তি এর আগে কাউকে অস্ত্রের ভয় দেখিয়ে অর্থ আদায় বা ছিনতাই করেছে কিনাসে বিষয়টি খতিয়ে দেখছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
আটক ব্যক্তিদের কাছ থেকে পরিচয়পত্র উদ্ধার করা হয়, যেখানে ‘প্রভাতী বাংলাদেশ’ নামের একটি পত্রিকার কার্ড পাওয়া গেছে। কার্ড অনুযায়ী একজনের নাম রিশাদুজ্জামান নেছার মোমেন, পদবি ক্রাইম রিপোর্টার উল্লেখ থাকলেও পুলিশ প্রাথমিক যাচাইয়ে পরিচয়পত্রগুলোকে ভুয়া বলে সন্দেহ করছে। অপর আটক ব্যক্তির পরিচয় যাচাই-বাছাই চলছে। নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজাউল ইসলাম রেজা বলেন,আটক দুইজনকেই রাতেই কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত আলামত পরীক্ষা করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, ভুয়া সাংবাদিক পরিচয়ে কিছু অপরাধী নগরীতে নানা ধরনের অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় প্রকৃত ও পেশাদার সাংবাদিকরা সামাজিক ও পেশাগতভাবে মারাত্মকভাবে বিপাকে পড়ছেন। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন-উল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তারা কোনো সংঘবদ্ধ অপরাধচক্রের সঙ্গে জড়িত কিনা এবং আগে কোনো অপরাধে সম্পৃক্ত ছিল কিনাতা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাটি নগরীতে ভুয়া সাংবাদিক পরিচয়ে অপরাধ তৎপরতার বিষয়টি নতুন করে সামনে এনে দিয়েছে বলে মনে করছেন সচেতন মহল।
লিড নিউজ অনলাইন ডেস্ক, বরিশাল, বরিশাল বিভাগ, লাইফস্টাইল, শিরোনাম, হোম


