নিজস্ব প্রতিবেদক :: বরিশালে স্কুল ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দেওয়ায় অর্ধশত ছাত্র-ছাত্রীকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর ত্রিশ গোডাউন পার্ক ও বিভিন্ন নদীর তীরে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার হুমায়ুন কবির বলেন, নগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে অভিভাবকদের ডেকে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে এমন কর্মকাণ্ড করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষার মান বজায় রাখতে পুলিশ কমিশনারের নির্দেশে এই অভিযান পরিচালিত হচ্ছে জানান এই পুলিশ কর্মকর্তা।
বরিশাল, শিক্ষা, শিরোনাম, হোম