নিজস্ব প্রতিবেদক: বরিশালে যথাযথ আনুষ্ঠানিকতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সপ্তমী বিহীত পূজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৭টা ২৬ মিনিটে থেকে সকাল ৯ টা ৪৯ মিনিটের মধ্যে শ্রী শ্রী দূর্গাদেবীর নবপত্রিকা স্থাপন ও সপ্তমী বিহীত পূজা অনুষ্ঠিত হয়। এছাড়া মণ্ডপগুলোতে চণ্ডিপাঠ, পূজা-অর্চনা, দেবী দর্শন, অঞ্জলী প্রদান ও প্রসাদ গ্রহণের মাধ্যমে দিনব্যাপী চলে মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা।
হিন্দু শাস্ত্র মতে, এবার দেবী দুর্গা এসেছেন ঘোড়ায় চড়ে, আর দশমীর দিন একই বাহনে মর্ত্যলোক ছেড়ে যাবেন। আয়োজকরা জানান, শাস্ত্রমতে মহাসপ্তমীতে ষোড়শ উপাচারে (ষোল উপাদানে) দেবীর পূজা হয়। সকালে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান করা হয়।
একই সঙ্গে দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করেন ভক্তরা। এ সময় পূজারীরা প্রতীমার সামনে বসে মায়ের মুখ দর্শন করেন। এ বছর বরিশাল জেলায় ৬০০টি এবং মহানগরে ৪৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গা পূজা। দুর্গা পূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে প্রতিটি মণ্ডপে কঠোর নিরাত্তার ব্যবস্থা করে আইন শৃঙ্খলা বাহিনী।
বরিশাল