ফর্মাল নিউজ ডেস্ক বরশিাল ॥ জামায়াতরে নায়বেে আমীর, সাবকে সংসদ সদস্য মাওলানা দলোওয়ার হোসাইন সাঈদীর জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর ১টা ২০ মনিটিে সাঈদী ফাউন্ডশেন মাঠে (পরিোজপুর নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন) তার নামাজে জানাজা অনুষ্ঠতি হয়। মাওলানা সাঈদীর জানাজায় অংশ ননে পরিোজপুর ও আশপাশরে জলোর লাখো মানুষ। জানাজার নামাজে ইমামতি করনে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমরি অধ্যাপক মুজবিুর রহমান।
এদকিে যুক্তরাষ্ট্র থকেে রওনা হওয়া সাঈদীপুত্র শামীম বনি সাঈদী দশেে ফরিলওে সময়মতো পরিোজপুর পৗেঁছাতে না পারায় জানাজায় শরকি হতে পারনেনি। তবে ছোট ছলেে ও সাবকে উপজলো চয়োরম্যান মাসুদ বনি সাঈদী জানাজায় উপস্থতি ছলিনে। এ সময় বক্তব্য দনে দলরে র্শীষ নতোরা। এর আগে সকাল ১০টার দকিে সাঈদী ফাউন্ডশেন মাঠে পৗেঁছে তাকে বহনকারী লাশবাহী িফ্রজিংগাড়ী।ফাউন্ডশেন মসজদিরে পাশে পারবিারকি কবরস্থানে বড় ছলেে মাওলানা রাফীক বনি সাঈদীর কবররে পাশে তার কবর খনন করা হয়েছে।সেখোনইে মাওলানা সাঈদীর মরদহে সমাহতি করা হবে
এর আগে পরিোজপুরে দলোওয়ার হোসাইন সাঈদীর মরদহে পৌঁছানোর সঙ্গে সঙ্গইে কান্নায় ভঙেে পড়নে জামায়াতরে নতোর্কমীসহ অনকে সাধারণ মানুষ। র্বতমানে তার মরদহে ফ্রিজিং গাড়তিে সাঈদী ফাউন্ডশেনরে সামনরে মাঠে রাখা আছে। পরর্বতীতে দলীয় ও পারবিারকি সদ্ধিান্ত অনুযায়ী তাকে ফাউন্ডশেন প্রাঙ্গণে পারবিারকি কবরস্থানে দাফন করা হবে।
উল্লখ্যে, রোববার (১৩ আগস্ট) বকিলে সাড়ে ৫টার দকিে বুকে ব্যথাজনতি সমস্যার কারণে দলোওয়ার হোসাইন সাঈদীকে গাজীপুররে কাশমিপুর কারাগার থকেে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দনি আহমদ মডেকিলে কলজে হাসপাতালে নওেয়া হয়। পরে রাত ১০টা ৪০ মনিটিে বঙ্গবন্ধু শখে মুজবি মডেকিলে বশ্বিবদ্যিালয়ে (বএিসএমএমইউ) র্ভতি করা হয় সাঈদীক।ে পরে সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মনিটিে বঙ্গবন্ধু শখে মুজবি মডেকিলে বশ্বিবদ্যিালয়ে চকিৎিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আইন-আদালত, আন্তর্জাতিক, কৃষি ও প্রকৃতি, ক্যাম্পাস, খেলাধুলা, গণমাধ্যম, জাতীয়, তথ্যপ্রযুক্তি, ধর্ম, নারী ও শিশু, প্রবাস, বরিশাল বিভাগ, বিনোদন, ভ্রমণ, মতামত, রাজনীতি, লাইফস্টাইল, শিক্ষা, শিরোনাম, সারাদেশ, স্বাস্থ্য, হোম