রাজাপুরে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ৪৪ জনের নাম উল্লেখ্য করে ৩৪৪ জনের নামে মামলা দায়ের হয়েছে। উপজেলা বিএনপির সম্পাদক নাসিম উদ্দিন আকন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে এ মামলা দায়ের করেন।
মামলার খবর উপজেলায় ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই গা ঢাকা দেয়।
সম্প্রতি অপসারণকৃত উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চুকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুল আলম সরফরাজ, সম্পাদক জিয়া হায়দার খান লিটন, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের অধ্যক্ষ মনিরউজ্জামানসহ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড শীর্ষস্থানীয় ৪৪ জনের নাম উল্লেখ ও ২০০/৩০০ জন রয়েছে অজ্ঞাত।
রাজাপুর থানা ওসি মুহাম্মদ আতাউর রহমান বলেন, এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। তবে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
বরিশাল, বরিশাল বিভাগ