নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেছেন, নির্বাচনে ভোট কেন্দ্রে ভোটার আনার দায়িত্ব নির্বাচন কমিশনের নয়। প্রার্থীরাই ভোটারদের কেন্দ্রে আনার দায়িত্ব নিতে হবে এটা তাদের ভাবতে হবে।
তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার ইতোমধ্যে একটি বড় দলকে ইঙ্গিত করে বলেছেন যদি তারা নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে প্রয়োজনে নির্বাচন পেছানোর সুযোগ রয়েছে।
বুধবার বিকাল ৪টায় নোয়াখালীর জেলা প্রশাসক কার্যালয়ে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও জেলার নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আনিসুর রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বদ্ধপরিকর।
পর্যবেক্ষক প্রসঙ্গে তিনি বলেন, ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়নসহ অনেক দেশের পর্যবেক্ষক নির্বাচনে পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছেন। আরও আসলে সময় বাড়ানো হবে।
মতবিনিময় সভায় নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার ও জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
জাতীয়