রাত ১:২৭ ; সোমবার ; ২৩শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশাল সিটি করপোরেশনে ভাগ পেতে কার্যাদেশ আটকে দিলেন বিএনপি নেতারা

১০:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৪

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রায় ১২ কোটি টাকার উন্নয়নকাজ বাধাগ্রস্ত করার অভিযোগ উঠেছে বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে। কাজগুলোর ঠিকাদার নির্ধারণে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) প্রক্রিয়ায় দরপত্রের যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়।

 

তবে সর্বনিম্ন দরদাতা দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দিতে বাধা দিচ্ছেন বিএনপি নেতারা। তারা পুনঃদরপত্রের জন্য বিসিসি কর্তৃপক্ষকে নানাভাবে চাপ দিচ্ছেন। পুনঃদরপত্রের মাধ্যমে কাজগুলো বাগানো অথবা চাপে রেখে বড় অঙ্কের অর্থ হাতানো তাদের মূল উদ্দেশ্য; বলছেন সংশ্লিষ্টরা।

 

 

বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে, বিএনপি নেতা আতহারুল ইসলাম চৌধুরী বাবুল, স্বেচ্ছাসেবক দলের মহানগরের সাবেক আহ্বায়ক মাহবুবুর রহমান পিন্টু, মহানগর বিএনপির সাবেক সদস্য বদিউজ্জামান টলন, রফিকুল ইসলাম শাহীনসহ আরও কয়েকজন এর সঙ্গে জড়িত। তারা জোটবদ্ধ হয়ে কয়েক দিন আগে নগর ভবনে গিয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হুমায়ুন কবীরকে তিনটি গ্রুপের দরপত্র বিষয়ে নানা প্রশ্ন করেন। দরপত্রে অংশগ্রহণ করতে পারেননি– এমন অজুহাত তুলে পুনঃদরপত্র আহ্বানের জন্য চাপ দেন।

 

জানা গেছে, অপসারিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ দায়িত্বে থাকাকালে নগরের বিভিন্ন ওয়ার্ডে সড়ক ও ড্রেন নির্মানে পৃথক তিনটি প্যাকেজে দরপত্র আহ্বান করেন। প্রায় ১২ কোটি টাকা কাজের পুরোটা বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত হবে।

 

দরপত্র জমার সর্বশেষ তারিখ ছিল ৮ আগস্ট। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে ১৯ আগস্ট পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়। প্রতিটি প্যকেজের বিপরীতে তিনটি দরপত্র জমা পড়ে। ওই সময়ে আওয়ামীপন্থি ঠিকাদাররা আত্মগোপনে থাকায় অংশগ্রহণকারী সব ঠিকাদারই বিএনপিপন্থি।

 

 

যৌথ প্রতিষ্ঠান শরীফ এন্টারপ্রাইজ ও তালুকদার এন্টারপ্রাইজ এবং এসএইচ এন্টারপ্রাইজ প্রতিটি প্যাকেজের দরপত্র জমা দেয়। ৩ কোটি ৬৫ লাখ ৯৫ হাজার ৭০১ টাকা এবং ৪ কোটি ৭৮ লাখ ৭২ হাজার ২৭২ টাকায় দুটি প্যাকেজের সর্বনিম্ন দরদাতা হয় যৌথ প্রতিষ্ঠানটি। অপর প্যাকেজে ৩ কোটি ৬৯ লাখ ৪৯ হাজার ২১৭ টাকার সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান এসএইচ এন্টারপ্রাইজ। নিয়মানুযায়ী তারাই কার্যাদেশ পাবেন।

 

সর্বনিম্ন দরদাতা এসএইচ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহাবুদ্দিন আজাদ বলেন, অজ্ঞাত কারণে তাঁকে কার্যাদেশ দেওয়া হচ্ছে না। অপর ঠিকাদারি প্রতিষ্ঠানের একই অবস্থা। তিনি জানান, তারা শুনেছেন– কে বা কারা কার্যাদেশ না দেওয়ার জন্য সিটি করপোরেশন কর্তৃপক্ষকে চাপে রেখেছে।

 

ই-জিপি পদ্ধতি সবার জন্য উন্মুক্ত। কেউ দরপত্রে অংশ নিতে না পারলে সেটা তাঁর ব্যক্তিগত ব্যর্থতা। অপর দুটি প্যকেজের সর্বনিম্ন দরদাতা যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠানের অন্যতম স্বত্বাধিকারী মনির হোসেন তালুকদার একই অভিযোগ করেন।

 

 

বিসিসির তিনটি প্যাকেজের কার্যাদেশে বাধা দিচ্ছেন কিনা– জানতে চাইলে মহানগর বিএনপি নেতা বদিউজ্জামান টলন বলেন, ওই প্যাকেজগুলো বিষয়ে জানতে নগর ভবনে গিয়ে শুনেছি, দরপত্র শেষ হয়েছে।

 

 

এসব বিষয়ে আমাদের তো জানার অধিকার আছে। তাই তিনিসহ বিএনপি নেতা বাবুল চৌধুরী, রফিকুল ইসলাম শাহীন, যুবদলের মাহবুবুর রহমান পিন্টুসহ কয়েকজন গিয়েছিলেন। তবে বাধা দেওয়ার বিষয়ে তারা সম্পৃক্ত নন।

 

অপরদিকে পিন্টু বলেন, অনেক ঠিকাদারি কাজের বকেয়া বিল রয়েছে। এ জন্য সচিব ও হিসাব শাখায় কয়েকবার গিয়েছি।

 

বিএনপি নেতা শাহীন বলেন, ২০১৩-১৮ মেয়াদের মেয়র আহসান হাবিব কামালের সময়ে তাঁর বিপুল পরিমাণ বিল বকেয়া রয়েছে। ওই বিলের বিষয়ে জানতে একা নগর ভবনে গিয়েছিলাম।

 

বিসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) হুমায়ুন কবীর বলেন, তিনটি প্যাকেজের ঠিকাদারি প্রতিষ্ঠানকে দরপত্র দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। বিএনপিপন্থি এক দল ঠিকাদারের বাধা প্রদান প্রসঙ্গে বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালের তরুণ  সাংবাদিক এম. জাহিদ এর জন্মদিন আজ   বাবুগঞ্জে স্কুল শিক্ষিকা স্ত্রীর পরকীয়া প্রেমে বাঁধা দেয়াই কাল হলো সোলায়মানের!   শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন   বরিশালে ফরচুন সুজের শ্রকিদের ওপর গুলি বর্ষণ, পুলিশসহ আহত ১০   যায়যায়দিন ব‌রিশাল ব্যুরো অ‌ফি‌সের রি‌পোর্টার হ‌লেন এম.জাহিদ   শ্রমিকদের ওপর হামলায় সড়ক অবরোধ, উত্তপ্ত বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল   ‘হিট স্ট্রোকে’ এক সপ্তাহে ১০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর   বরিশালে ক্লাস ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দেয়ায় অর্ধশত শিক্ষার্থী আটক   সরকারকে ক্ষমতায় রেখে জনগণের মুক্তি সম্ভব না: চরমোনাই পীর   বরিশালে প্রধানমন্ত্রীর জনসভায় শাম্মী-পঙ্কজ অনুসারীদের সংঘর্ষ, একজনের মৃত্যু   বরিশালে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু   প্রতারক মাকসুদকে ধরিয়ে দিন   বরিশালে কাবিনের টাকা নিয়ে বনিবনা না হওয়ায় পালালো প্রেমিক   এস.এম জাকির হোসেনের মায়ের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক   ৫০ বছরের বেশি সময় ধরে বরিশালে সাংবাদিকতায় আলো ছড়িয়েছেন এসএম ইকবাল   বরিশালের সেই মাদক সম্রাট রাসেল মেম্বর এবার ইয়াবার বড় চালানসহ গ্রেপ্তার   নিষেধাজ্ঞা নিয়ে ‘বিরক্ত’ জেলেরা, তবুও ছাড়তে পারেন না পেশা   আওয়ামী লীগ দেশকে অনিবার্য সংঘাতের দিকে ঠেলে দিয়েছে: চরমোনাই পির   এক সপ্তাহ পরেই শীতের আমেজের আভাস   আবার সরকারে এলে ফরিদপুরে বিশ্ববিদ্যালয় করে দেবো: প্রধানমন্ত্রী