নিজস্ব প্রতিবেদক: বাহেরচর ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, গবিন্দপুর ইউপির পাঁচবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামী হিজলা উপজেলার সাবেক আমীর, দক্ষিন বঙ্গের প্রখ্যাত মুফাচ্ছেরে কুরআন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আবুল হাশেম মোঃ বশিরুল্লাহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ঢাকায় চিকিৎসা শেষে হিজলা উপজেলা সদরস্থ নিজ বাসভবনে আগমন করেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে তাকে দেখতে গিয়ে তার রোগ মুক্তি কামনায় দোয়া-মোনাজাত করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বরিশাল জেলা আমীর অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা নায়েবে আমীর ড. এস এম মাহফুজুর রহমান, জেলা জামায়াতের মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের বরিশাল জেলা সভাপতি এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, জেলা জামায়াতের মজলিশে শুরা সদস্য ও হিজলা উপজেলা আমীর অধ্যাপক নুরুল আমীন, জেলা মজলিশে শুরা সদস্য ও মেহেন্দিগঞ্জ উপজেলা আমীর মাওলানা শহিদুল ইসলাম, মেহেন্দীগঞ্জ উপজেলা নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন, মেহেন্দীগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ সাইফুল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বরিশাল জেলা অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম ইউসুফসহ মেহেন্দীঞ্জ ও হিজলা উপজেলা জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ ।
এছাড়াও অসুস্থ জামায়াত নেতার মেজো জামাতা ও জেলা জামায়াতের মজলিশে শুরা সদস্য মাওলানা আঃ কুদ্দুস সহ পরিবারে সদস্যরা উপস্থিত ছিলেন।
বরিশাল, বরিশাল বিভাগ