নাসির শরীফ,উজিরপুর প্রতিনিধিঃ নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা”র প্রচেষ্টায় এক নজরে উজিরপুরের উন্নয়ন। উজিরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের ফরাজি বাড়ি থেকে উজিরপুর হাসপাতাল পর্যন্ত রাস্তা আরসিসিকরন। উত্তর গাজিরপাড় হাজ্বী রশিদ বেপারী বাড়ী বায়তুল আমান জামে মসজিদের রাস্তা সংলগ্ন খালের উপর বক্স কালভার্ট নির্মাণ। উত্তর গাজিরপাড় লেহাজ উদ্দিন বেপারী বাড়ী রাস্তা সংলগ্ন খালের উপর বক্স কালভার্ট নির্মাণ।
হারতা জেকে মডেল স্কুল সরদার বাড়ী রাস্তা সংলগ্ন খালের উপর বক্স কালভার্ট নির্মাণ। হারতা ইউনিয়নের ভোজনের খাল সংলগ্ন ব্রীজ এর উত্তর পার্শ্ব হতে কালিপদ দাসের বাড়ি ভায়া বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড পরিমল ঠাকুরের বাড়ী হতে শামসুল হক হাওলাদারের বাড়ী পর্যন্ত (১০০০.০০ মিটার) রাস্তা এইচবিবি করন।
শোলক ইউনিয়নের ধামুরা মাধ্যমিক বিদ্যালয় হতে ওয়াবদা পর্যন্ত রাস্তা ভায়া বামরাইল ইউনিয়নের কালিহাতা নজরুল মৃধার বাড়ি হতে মালেক হাওলাদার এর বাড়ী পর্যন্ত (১০০০.০০ মিটার) রাস্তা এইচবিবি করন। উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের শাপলা পর্যটন কেন্দ্রের সৌন্দর্যবর্ধন।সাতলা মুড়িবাড়ী শাপলার বিল পর্যটন কেন্দ্র সংলগ্ন কৃষি ও মৎস্য সম্পদ আহরন এবং পর্যটন বিকাশে ঘাটলা ও ওয়াকওয়ে নির্মাণ।
উপজেলা ভূমি অফিস উজিরপুরে আগত সেবাপ্রার্থীদের ওয়েটিং রুম নির্মাণসহ উপজেলার বিভিন্ন স্থানে অবহেলিত এলাকায় স্কুল,মাদ্রাসা,মসজিদ, কালভার্ট নির্মাণের কাজ চলছে। এ উন্নয়ন কাজের উদ্বোধন হওয়ায় উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা মহোদয়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উজিরপুরবাসী।
বরিশাল, বরিশাল বিভাগ