নিজস্ব প্রতিবেদক।। “ক্রেতা তুমি আপনজন,ঘোর বিপদেও তোমার আমরা সাথী সারাক্ষণ”
কিস্তি ক্রেতা সুরক্ষা নীতির আওতায় আজ ২৪ ইং “ওয়ালটন প্লাজা- বাংলাবাজার, বরিশাল শাখা হতে কিস্তি ক্রেতা তসলিমা বেগমতার অকালে মৃত্যুতে কিস্তি ক্রেতা নীতিমালা অনুযায়ী তসলিমা বেগম এর ছেলে মো: জাহিদুল ইসলাম কে ১,০০,০০০ (১ লক্ষ টাকা )টাকা বুঝিয়ে দেওয়া হয়।
এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজা বাংলা বাজার শাখার ম্যানেজার মো:রাব্বি , ওয়ালটন প্লাজা বাংলাবাজার শাখা ডেপুটি ম্যানেজার সুমন রায় জয় এবং বাংলাবাজার শাখার সকল কর্মীবীন্দ।
বরিশাল, বরিশাল বিভাগ