বাবুগঞ্জ প্রতিনিধি ::: বরিশাল বাবুগঞ্জ উপজেলায় বিএনপির কেন্দ্রীয়ভাবে ঘোষিত অবরোধ কর্মসূচি উপজেলা যুবদলের নেতাকর্মীরা ঢাকা বরিশাল মহাসড়কের রাকুদিয়া সহ বিভিন্ন সড়কে অবরোধ ও মিছিল করেছে।
হরতাল ও অবরোধ কর্মসূচির কারণে যান চলাচল বন্ধ রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
মিছিল শেষে যুবদলের নেতাকর্মীরা জানান,
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি আদায়ের লক্ষে আয়োজিত ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে।
দলের নেতাকর্মী ও জনগণের স্বতস্ফুর্ত অংশগ্রহণে হরতাল পালিত হয়েছে এবং অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে।
বরিশাল, বরিশাল বিভাগ