স্টাফ রিপোর্টার : পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীমের কর্মসূচিতে না যাওয়ায় বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের আবাসিক হলে দেশীয় অস্ত্র নিয়ে ঢুকে হামলা চালিয়েছে বহিরাগত ছাত্রলীগ কর্মীরা। এতে ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন।
সোমবার (১৩ নভেম্বর) রাত ৮টায় বরিশাল সদর উপজেলার দুর্গাপুর এলাকার ক্যাম্পাসের বয়েজ হোস্টেলে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- তৃতীয় বর্ষের শিক্ষার্থী আতিক শাহরিয়ার, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী স্বপ্নীল ও আশিকুজ্জামান সজীব। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হলে ফিরে গেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল। তিনি বলেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনায় কেউ অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আহত শিক্ষার্থীরা জানান, কলেজে পানি সম্পদ প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনের জন্য সোমবার বিকেল ৪টায় উপস্থিত থেকে ম্যুরালের উদ্বোধন করেন। এই সভায় আবাসিক ছাত্রদের উপস্থিত থাকার জন্য রোববার রাতে ছাত্রলীগ নামধারীরা হুমকি দিয়ে আসে। কর্মসূচি শেষ হওয়ার পর যারা কর্মসূচিতে অংশ নেয়নি এমন শিক্ষার্থীদের শাসাতে তিন দফা আবাসিক হলে প্রবেশ করে ছাত্রলীগ। তৃতীয় দফায় রাত ৮টার দিকে হলের ১৫ শিক্ষার্থীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে ছাত্রলীগ পরিচয়ধারী দ্বিতীয় বর্ষের ছাত্র সাকিব ভূইয়ার নেতৃত্বে ২৫ জন। সাকিব পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের অনুসারী। এ সময় সাকিবের নেতৃত্বে দেশীয় অস্ত্র লাঠিসোঁটা নিয়ে আশরাফুল, আনাস, মাহিন চৌধুরী, তাসিন, হিমো রাকিব, শাহরিয়ার তানভীর, সিফাতসহ বহিরাগত ও শিক্ষার্থীরা ছিল।
তবে অভিযুক্ত সাকিব ভূইয়ার দাবি, বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধনী অনুষ্ঠানে ম্যুরাল ভাঙচুরের চেষ্টা চালায় বিএনপি-জামায়াত নেতাকর্মীরা। ভাঙচুরে বাধা দিতে গিয়ে দুপক্ষে সংঘর্ষ হয়েছে। উল্লেখ্য, ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকায় ছাত্রলীগের কোনো কমিটি নেই।
বরিশাল, রাজনীতি