নাসির শরীফ,উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ভরসাকাঠী কে বি জি মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। ৫ ফেব্রুয়ারি সম্পূর্ন গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় এডহক কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বামরাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রভাষক আঃ হালিম হাওলাদার।
এছাড়া শিক্ষক সদস্য হিসেবে নির্বাচিত হন মোঃ শফিকুল ইসলাম, অভিভাবক সদস্য মোঃ আনিচুর রহমান,সদস্য সচিব প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির। এদিকে ভরসাকাঠী কে বি জি মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির নবনির্বাচিত সভাপতিসহ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
বরিশাল, বরিশাল বিভাগ