রাত ১:১৯ ; বুধবার ; ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বিসিসি ও থানায় ভুক্তভোগীর লিখিত অভিযোগ বরিশালে আ’লীগের সাবেক মন্ত্রী নানকের ভাই লিটুর দাপটে প্রতিবেশির চলাচলে বাধাঁ

১১:৫৪ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৫
Spread the love

নিজস্ব প্রতিবেদক: বরিশালে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের ভাই নাছির উদ্দিন লিটুর বিরুদ্বে নিজ বাড়ির সীমানা প্রাচীরে গেট না লাগিয়ে বাড়ি থেকে প্রায় ১৫০ ফুট দূরে বিসিসি রাস্তার উপর গেট লাগিয়ে প্রতিবেশির বাড়িতে যাতায়াতে বিঘ্ন ঘটানোর অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় বরিশাল নগরী ১৮ নং ওয়ার্ড বটতলা এলাকার বাসিন্দা ও প্রতিবেশী ভুক্তভোগী মিসেস শাহানারা আক্তার বাদী হয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মুন্সীর স্ত্রী শাহানারা আক্তার উল্লেখ করেন বটতলা সক্ষীরোধ মুখার্জী লেন এর সংযোগ সড়কে তিনি দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছেন। বগুড়া আলেকান্দা মৌজার জে.এল নং- ৫০, দাগ নং- ৪২০৯ (৯৬৭১) খতিয়ান নং- ২৪৯১৮ (পরচা সংযুক্ত) ২.৫০ শতাংশ জমি আছে।

জমির পশ্চিম পার্শ্বে উত্তর-দক্ষিণে চলাচলের একমাত্র পথ (উত্তর, পূর্ব, দক্ষিণে বসত বাড়ি) উক্ত সংযোগ সড়কের সর্ব দক্ষিণের সীমানায় আমার বাড়ির গেট থেকে আনুমানিক ৫০ ফিট দক্ষিণে আমার প্রতিবেশী মোঃ নাছির উদ্দীন লিটুর বাড়ি। লিটু মিয়ার ভাই নানক মিয়া আওয়ামী লীগের একজন বড় নেতা। এই ক্ষমতা বলে আইন কানুন এর তোয়াক্কা না করে আমার জায়গায় যাতায়াতের প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য ঐ চলাচলের রাস্তার উত্তরে তার বাড়ির সীমানা প্রাচীর হইতে আনুমানিক দের’শ ফিট দূরে ক্ষীরোধ মুখার্জী লেন এর রাস্তার সংযোগ স্থলে একটি লোহার গেট লাগানোর উদ্দ্যোগ নেয় এবং আর, সি. সি পিলার ঢালাই এর কাজ করে।

আমি তাতে বাধা দিতে গেলে লিটু মিয়ার প্রতিনিধি আমাকে জীবন নাশের হুমকি দেয় এবং অকথ্য ভাষায় গালা গালি সহ মারমুখি হয়ে আমাকে ধাওয়া করে। নিরুপায় হয়ে আমি কোতয়ালী মডেল থানায় যাই এবং এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করি। তখন পুলিশ এসে ঘটনা স্থল পরিদর্শন করেন এবং লিটু মিয়ার প্রতিনিধিকে গেটের কাজ বন্ধ রাখতে বলেন। অভিযোগে ভুক্তভোগী শাহানারা আক্তার আরো বলেন, বর্তমানে গেটের কাজ বন্ধ আছে। ক্ষীরোধ মুখার্জী লেন এর সংযোগ সড়কটি সিটি কর্পোরেশনের অধীন কিছু দিন আগে ঠিকাদার মাহফুজ খান কর্তৃক পিচ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়। সিটি কর্পোরেশনের রাস্তায় নাগরিক হিসেবে সবার যেমন চলাচলের অধিকার আছে তেমনি নাগরিক হিসেবে আমারও চলাচলের অধিকার আছে।

ভুক্তভোগী শাহনারা আক্তার সরকার সহ প্রশাসনের কাছে রাস্তায় চলাচল করিতে পারেন তার ব্যবস্থা গ্রহণের বিশেষ অনুরোধ জানান। এবং সেই লক্ষ্যে সিটি কর্পোরেশনের রাস্তায় যাতে গেট লাগাতে না পারে তাহার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার অনুরোধ জানিয়েছেন। এদিকে, বিসিসির সড়কে অবৈধ ভাবে গেট নির্মান করায় অবরুদ্ধ হয়ে পড়েছে বীর মুক্তিযোদ্ধার পরিবার।পাশাপাশি ভয়ে এতদিন মুখ বন্ধ রাখলেও প্রতিবেশীরা এখন মুখ খুলতে শুরু করেছেন। তাদের বক্তব্য, লিটু যেখানে অবৈধ্য ভাবে গেট নির্মান করেছেন সেটা সম্পুর্ন ভাবে বিসিসির নিজস্ব সড়ক।

লিটু নিজেদের জমি, সম্পদ রক্ষা বা নিজেদের নিরাপত্তার স্বার্থে উল্লেখিত গেটটি নির্মানের উদ্যোগ নেয় বলে দাবী করলেও মূলত সিটি কর্পোরেশনের যায়গা দখল ও প্রতিবেশীকে হয়রানি করার জন্যই পালিত ক্যাডার দ্বারা তারা এ ধরনের জঘন্যতম কাজ করেছেন।

বরিশাল, বরিশাল বিভাগ, হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!   র‌্যাব বিলুপ্তির সুপারিশ এইচআরডব্লিউর   বরিশালের তরুণ  সাংবাদিক এম. জাহিদ এর জন্মদিন আজ   বাবুগঞ্জে স্কুল শিক্ষিকা স্ত্রীর পরকীয়া প্রেমে বাঁধা দেয়াই কাল হলো সোলায়মানের!   শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন   বরিশালে ফরচুন সুজের শ্রকিদের ওপর গুলি বর্ষণ, পুলিশসহ আহত ১০   যায়যায়দিন ব‌রিশাল ব্যুরো অ‌ফি‌সের রি‌পোর্টার হ‌লেন এম.জাহিদ   শ্রমিকদের ওপর হামলায় সড়ক অবরোধ, উত্তপ্ত বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল   ‘হিট স্ট্রোকে’ এক সপ্তাহে ১০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর   বরিশালে ক্লাস ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দেয়ায় অর্ধশত শিক্ষার্থী আটক   সরকারকে ক্ষমতায় রেখে জনগণের মুক্তি সম্ভব না: চরমোনাই পীর   বরিশালে প্রধানমন্ত্রীর জনসভায় শাম্মী-পঙ্কজ অনুসারীদের সংঘর্ষ, একজনের মৃত্যু   বরিশালে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু   প্রতারক মাকসুদকে ধরিয়ে দিন   বরিশালে কাবিনের টাকা নিয়ে বনিবনা না হওয়ায় পালালো প্রেমিক   এস.এম জাকির হোসেনের মায়ের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক