উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে উপজেলায় বামরাইল ইউনিয়ন শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ২০২৫-২৬ সেশনের নবগঠিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। ১মে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড ঈদগাহ মার্কেট কার্যালয়ে,বামরাইল ইউনিয়ন শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওঃ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মোঃ হেমায়েত উদ্দিন,বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডাঃ আব্দুর রহিম।
বামরাইল ইউনিয়ন শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নবগঠিত কমিটির জয়েন্ট সেক্রেটারি মোঃ শামসুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক মোঃ কালাম বেপারী, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ মৃধা শিমুল, দপ্তর সম্পাদক ডাঃ মোঃ সাইদুর রহমান, অর্থ ও প্রকাশনা সম্পাদক ক্কারী জায়েদ হোসেন, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ জাহাঙ্গীর আলম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওঃ আসাদুজ্জামান, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আঃ মতিন ফকির, মহিলা ও পরিবার বিষয়ক সম্পাদক মোঃ আলাউদ্দিন, ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোঃ শাহজাহান রাড়ী, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মোঃ ফজলুল হক, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ মাহতাব উদ্দিন সহ সকল সদস্য বৃন্দ উপস্থিত হয়ে শপথ গ্রহন করেন। শপথ শেষে অনুষ্ঠানের সভাপতি ও অতিথি বৃন্দ বিভিন্ন দিক নির্দেশনা মুলক আলোচনা করেন। এছাড়া সাবেক সভাপতি ডাঃ আব্দুর রহিমকে নবগঠিত কমিটির পক্ষে ক্রেস্ট প্রদান করা হয়। এদিকে সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
বরিশাল, বরিশাল বিভাগ