পটুয়াখালীর বাউফল উপজেলায় নদী ভাঙন রোধে মানববন্ধন করেছে নাজিরপুর ইউনিয়নবাসী। গতকাল রবিবার বেলা ১১টায় তেঁতুলিয়া নদীর তীরবর্তী নিমদি, তাতেঁরকাঠী এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী এই মানববন্ধনে এলাকার সকল শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন, মো. আরিফুল ইসলাম, অ্যাড মুজাহিদুল ইসলাম, এ.বি.এম মিজানুর রহমান, মো. শাহিন প্রমুখ।
বক্তরা বলেন, তেঁতুলিয়া নদী নাজিরপুরের নিমদী, কচুয়া, বড়ডালিমা গ্রামের অর্ধেক নদীতে গর্ভে বিলীন হয়েছে। সরকারি বিদ্যলয়, ঘরবাড়ি, ফসলি জমি নদী গিলে খাচ্ছে। তারা দ্রুত পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সরেজমিন পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান।
পটুয়াখালী, বরিশাল বিভাগ



 
					
					
 
                                                                 
                                                                 
                                                                 
                                                                 
                                                                 
                                                                