পাথরঘাটা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা পৌর শহরের ব্যবসায়ী মো: হেমায়েত উদ্দিনের নিজের বিল্ডিংয়ের দোতলার ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তার নিজ বাসায় এ ঘটনা ঘটে।
হেমায়েত উদ্দিনের বাবার নাম মরহুম মুজাহার আলী। হেমায়েত উদ্দিন দীর্ঘ বছর পাথরঘাটা পৌর শহরে ইলেকট্রনিকের ব্যবসা করতেন।
হেমায়েত উদ্দিনের শ্যালক ইসমাইল হোসেন এসমে বলেন, জোহরের নামাজ পড়ে বাসায় যান তিনি। দোতলার ছাদ ঢালাইয়ের কাজ দেখতে ওঠে। পাশেই বিদ্যুতের তার থাকায় শর্ট খেয়ে রাস্তায় পরে যায়। তাৎক্ষণিক প্রত্যক্ষদর্শীরা পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক হেনা জানান, জরুরি বিভাগে চিকিৎসা শুরুর সাথে সাথেই তার মৃত্যু হয়।
হোম