উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে ব্যাটারী চুরি ও হামলার ঘটনায় থানায় পৃথক পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ও অভিযোগ সুত্রে জানা যায় ২০ এপ্রিল বামরাইল ইউনিয়নের সানুহার ৫নং ওয়ার্ডের মাহেন্দ্রা চালক মোঃ সেকান্দার বেপারী রাত সাড়ে ১১ টার দিকে মহিলা ইউপি সদস্য জাহানারা বেগমের বাড়িতে মাহেন্দ্রা গাড়ি রেখে বাড়িতে যায়। এ সুযোগে ওই গ্রামের মোঃ মামুন মৃধা ওই মাহেন্দ্র গাড়ির ব্যাটারী চুরি করে নিয়ে যায় এবং শোলক ইউনিয়নের ধামুরা গ্রামের মোঃ আলমগীর হোসেনের কাছে ৯ হাজার টাকায় বিক্রি করে।
বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী সেকান্দার বেপারী বাদী হয়ে ২২ এপ্রিল অভিযুক্ত মামুন মৃধার বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। এছাড়াও দুই মাস পূর্বে ওই গ্রামের মোঃ মামুনুর রশীদ এর মাহেন্দ্র গাড়ির ব্যাটারী চুরি হয়। চুরির ঘটনার সাথে মামুন মৃধা জড়িত সন্দেহ হয় এবং এ নিয়ে তার সাথে কথা-কাটাকাটি হয় এবং বিরোধ সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে গত ২১ এপ্রিল রাত ১১ টার দিকে মামুনুর রশীদকে একা পেয়ে পূর্ব শত্রুতার জের ধরে মামুন মৃধা পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে এবং পরবর্তীতে প্রানে মেরে ফেলার হুমকী দিয়ে বীরদর্পে চলে যায়।
এ ঘটনায় ২২ এপ্রিল ভুক্তভোগী মামুনুর রশীদ বাদী হয়ে অভিযুক্ত মামুন মৃধার বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। এদিকে অভিযুক্ত মামুন মৃধার বিচারের দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
বরিশাল, বরিশাল বিভাগ